দেশ

২৯শে জুলাই, আম্বালায়, লঞ্চ করতে চলেছে ৫ টি রাফালে যুদ্ধবিমান


কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:২১শে জুলাই:– ইন্ডিয়ান এয়ার ফোর্স (আইএএফ) জানিয়েছে ২৯ জুলাই আম্বালা বিমান ঘাঁটিতে লঞ্চ করতে চলেছে ৫টি রাফালে বিমান। আইএএফ এর এক মুখপাত্র জানান আবহাওয়া যদি অনুকূল থাকে ভারতীয় বিমানবাহিনী ঐদিন প্রথম ফ্রান্স থেকে কেনা যুদ্ধবিমানের প্রথম পাঁচটি রাফালে বিমান চালাবে। বর্তমানে চীনের সঙ্গে লাদাখ সীমান্তে উত্তেজনা চলছে, এই পরিস্থিতিতে ভারতীয় সেনাদের এই বিমান মনোবল চাঙ্গা করতে সাহায্য করবে। উইং কম্যান্ডার ইন্দ্রনীল নন্দী বলেন, “আইএএফের বিমান ও স্থল কর্মীরা বিমানের উন্নত মানের অস্ত্র ব্যবস্থা, বিমান পরিচালনার যথাযথ প্রশিক্ষণ নিয়েছে। তাদের ধারাবাহিক অনুশীলন শিগগিরই বিমান চালনায় দক্ষতার পরিচয় দেবে।” আগামী মাসে একটি আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান হবে বলে তিনি বলেন। লাদাখ অঞ্চলে সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য আইএএফ এই নতুন যুদ্ধবিমানকে মোতায়েন করবে। ভারতের উচ্চতর ঘাঁটিগুলো থেকে চালনা করার জন্য বিমানগুলোতে রয়েছে কোল্ড ইঞ্জিন। প্রচন্ড ঠান্ডায় ও হাই-অল্টিচিউডে কোনোরকম অসুবিধা হবে না এই জঙ্গী বিমানগুলোর। চীনাবাহিনীর সঙ্গে গালওয়াল সীমান্তে উত্তেজনার পর দুই দেশই আপাতত সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করেছে এবং উচ্চপর্যায়ের সেনা অফিসারদের মধ্যে বৈঠক চলছে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে ও আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা মেটানোর লক্ষ্যে।

আইএএফ এর বিশেষ অনুরোধে ফ্রান্সের দাসল্ট কোম্পানি অতি সত্বর বিমানগুলোকে ভারতে পৌঁছনোর ব্যবস্থা করেছে। প্রথম লটে চারটি বিমান আসার কথা থাকলেও পরিস্থিতির বিচার করে আসছে চারটি। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবির কাছে আলধাফরা বিমান ঘাঁটিতে রেস্ট নিয়ে বিমান চালানোর প্রস্তুতি চলছে। ফরাসী বিমানবাহিনী আলধফরা যাওয়ার পথে এয়ারবাস এ৩৩০ মাল্টি-রোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট বিমান ব্যবহার করে যুদ্ধ বিমানগুলোতে পুনরায় জ্বালানি ভরে দেবে, যেখানে আইএএফের রাশিয়ার ইলিউশন-৮৮ দিয়ে জ্বালানি ভরা সম্ভব হবে।

ইন্ডিয়ান এয়ার ফোর্সের এই যুদ্ধ বিমানগুলো কেনার জন্য ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে এক চুক্তি হয় ফ্রান্সের দাসাল্ট কোম্পানির সঙ্গে, টাকার অঙ্ক ছিল ৫৯০০০ কোটি টাকা। ৩৬ টি রাফালে বিমান ক্রয়ের চুক্তি হয়। নয়াদিল্লিতে আইএএফ কম্যান্ডারদের এক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে চীনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আইএএফের পরিকল্পনা, চিন্তা ভাবনা নিয়ে আলোচনা হবে এবং নতুন বিমানগুলো নিয়েও আলোচনা হবে আশা করা যায়। ইন্দ্রনীল নন্দী বলেন, “তিনদিনের সম্মেলনে আলোচনার সময় বর্তমান পরিস্থিতি এবং নতুন কেনা বিমানগুলো ব্যবহারের বিষয়টি বিবেচনায় থাকবে। আগামী দশকে আইএএফের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই বিষয়েও আলোচনা হবে।” প্রধান এয়ার চীফ মার্শাল আরকে এস ভাদোরিয়া সভাপতিত্ব করবেন এই সম্মেলনে। মূল আলোচ্য বিষয় আগামী দশকে আইএএফের কার্যক্রম। প্রথম লটের চারটি বিমান সহ ১৮ টি জেট ২০২১এর এপ্রিলের মধ্যে এবং বাকীগুলো ২০২২এর এপ্রিল-মে তে সরবরাহ করার কথা ছিল। প্রথম লটের বিমানগুলো নির্দিষ্ট সময়ের আগেই পাওয়া গেছে সুতরাং বাকী বিমানও দ্রুত পাওয়া যাবে আশা করা যায়। ২০১৯ এর ৮ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ফরাসী প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি মেরিগানে এক অনুষ্ঠানে মিলিত হন।সেখানেই ফ্রান্স প্রথম রাফালে বিমানটি ভারতকে হস্তান্তর করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।