চিন্তন নিউজ– দেবী দাস-২রা ফেব্রুয়ারি:– -২৮ শে ফেব্রুয়ারি ডাকে ব্রিগেড চলো কর্মসূচি আজ বেহালা পূর্ব (১) এরিয়া বিবেকানন্দ সরণি কদমতলা পূর্ব শাখা ও গণতান্ত্রিক মহিলা সমিতি সহযোগিতায় আজ দেওয়াল লেখন হলো।
সরকারের সর্বনাশা শ্রমকোড, তিনটি কৃষি আইন এবং বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে বামপন্থী ছাত্র-যুবদের ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযান সামনে রেখে টালীগঞ্জ ৯৮ নং ওয়ার্ডে দেওয়াল লিখন করা হল।
আশীষ কংসবনিক জানাচ্ছেন–চকপাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এসএফআই – ডিওয়াইএফআই এর ডাকে ১১ ফেব্রুয়ারি নবান্ন চলোকে কেন্দ্র করে এক পথসভারর আয়োজন করা হয়।এই সভার সভাপতিত্ব করেন এসএফআই এর হাওড়া জেলার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুমিত চক্রবর্তী। সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই এর হাওড়া জেলার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শুভঙ্কর চক্রবর্তী, কমরেড সুরজিৎ প্রামাণিক, কমরেড আশীষ কংসবনিক,কমরেড সৌভিক চক্রবর্তীর ও এসএফআই এর হাওড়া জেলার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড পিয়াস চক্রবর্তী।