চিন্তন নিউজ:::— ২ রা ফেব্রুয়ারি::-২৮ শে ফেব্রুয়ারি মহা ব্রিগেড সমাবেশ ।। লক্ষ লক্ষ মানুষ আসবেন এবং আসন্ন নির্বাচনের রূপরেখা দেবেন।। আর তাই এরই প্রস্তুতিতে চলছে কোতরং হিন্দমোটর এরিয়া কমিটির ৭/১ নং শাখার দেওয়াল লিখন চলছে ।।
আবার ১১ ই ফেব্রুয়ারি নবান্ন অভিযান।। ছাত্র যুবদের উচ্চ কন্ঠের চিৎকারে নবান্নের ১৪ তলা কেঁপে উঠবে।। তাই আসন্ন ১১ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানকে কেন্দ্র করে, এসএফআই শ্রীরামপুর পূর্ব আঞ্চলিক কমিটির উদ্যোগে দেওয়াল লিখন চলছে।।
সায়ঙ্ক মন্ডল এর খবর অনুযায়ী হুগলী জেলার আরামবাগের কালীপুর থেকে বাসুদেবপুর মহামিছিল। মিছিল শেষে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য মহ: সেলিম, কেন্দ্রীয় কমিটি সদস্য শ্রীদীপ ভট্টাচার্য্য, জেলা সম্পাদক দেবব্রত ঘোষ প্রমুখ।
কমরেড মন্ডল জানান, আসন্ন ১১ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানকে সামনে রেখে,এসএফআই ডিওয়াইএফআই শ্রীরামপুরের উদ্যোগে টোটো প্রচারের চলছে ..
কমরেড ঘোষ আরও জানান, ডিওয়াইএফআই শ্রীরামপুর পূর্ব লোকাল কমিটির ৪ নং শাখার উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শ্রীরামপুর রায়ঘাট ও চার্চ স্ট্রীট চত্তরে। ব্যাপক অংশের শিশু ও অবিভাবকদের উপস্থিতিতে সারাদিন চললো প্রতিযোগিতা ও শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
জয়দেব ঘোষ-পান্ডুয়া থেকে জানিয়েছেন, আজ কোন্নগর জুড়ে এসএফআই এর উদ্যোগে নবান্ন অভিযান ও ব্রিগেড চলোর দেওয়াল লেখা চলছে।ওরা প্রস্তুত শাসকের চোখে চোখ রেখে নিজেদের অধিকার বুঝে নিতে।
এদিকে কমরেড সায়ঙ্ক মন্ডল জানান, এসএফআই চন্দননগর ২নং ও ডিওয়াইএফআই পশ্চিম আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে মধ্যাঞ্চল, চন্দননগর স্টেশন রোডের ওপর ১১ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানের প্রচারে দেওয়াল লেখা হল।।