রাজ্য

পঃবঃ বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠা দিবস পালন।


চিন্তন নিউজ: ২৯/১১/২০২০ –দেবব্রত দূয়ারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সবং বিজ্ঞান কেন্দ্রে ৩৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে দুটি কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ৫০০ টি চারা বিতরণে সফল।

কিংশুক মুখার্জি জানিয়েছেন- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এর ৩৫ তম প্রতিষ্ঠা দিবস রামানুজন বিজ্ঞান চক্রে (আলুটিয়া) তে অনুষ্ঠিত হলো।

আজ বিকেলে কুলটি বিজ্ঞান কেন্দ্রর স্নেহলতা বিজ্ঞান ভবনে মানবিক ছোট্ট বাজার এ শীত বস্ত্র নিয়ে গেলেন সকলে।

রামপ্রণয় গাঙ্গুলি জানিয়েছেন,- ৩৫তম প্রতিষ্ঠা দিবসের প্রত্যুষে ইস্পাত বিঃ কেন্দ্র এলাকার মিনতি মুখার্জি মঞ্চে পতাকা উত্তোলন ও শহীদ স্মরনে শ্রদ্ধা জ্ঞাপনের পর বক্তব্য রাখেন শ্রদ্ধেয়া সম্পাদিকা অরুন্ধুতি ভাদুড়ি। তিনি স্বরচিত কবিতা পাঠ করেন, সভায় বক্তব্য রাখেন মাননীয়া অরূন্ধুতি ভাদুড়ি এবং রাম প্রনয় গাঙ্গুলী। সভাপতিত্ব করেন কেন্দ্রের সভাপতি শ্রদ্ধেয় অশোক ভাদুড়ি। উপস্থিত বয়স্ক শুভানুধ্যায়ীরা ছাড়াও উপস্থিত ছিলেন বিঃ আন্দোলনের জেলার অন্যতম নেতৃত্ব মাননীয় স্বপন সরকার।

শ্রীকান্ত চট্টোপাধ্যায় জানাচ্ছেন, আজ সকাল ৮ টায় প্রগতি সংঘ প্রাঙ্গণে আচার্য্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্র দুর্গাপুর এর উদ্যোগে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।