জেলা

বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠা দিবসে কলকাতা-


চিন্তন নিউজ-২৯/১১/২০২০-কাকলি চ্যাটার্জি:- আজ ২৯ নভেম্বর ২০২০, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৩৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে “কুসংস্কার মুক্ত ও ধর্মান্ধতার বিরুদ্ধে আপসহীন যোদ্ধা- সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে “রক্তদান শিবির” আয়োজন করা হয়। স্থান-হেদুয়া পারক, সহযোগীতায় “সত্যেন বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটি। এই শিবিরের সূচনা করেন অধ্যাপক প্রদীপ মহাপাত্র, সংগঠনের পতাকা উত্তোলন ও সাদা পায়রা উড়িয়ে সূচনা হয়। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়-র ছবিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন- অধ্যাপক শ্যামল চট্টোপাধ্যায়, অধ্যাপিকা সুমিত্রা চৌধুরী, অধ্যাপক শম্ভু নন্দী, চিকিৎসক অগ্নিমিতা গিরি, চিকিৎসক দীপ্তেন্দ্র কুমার সরকার, পরিবেশবিদ তপন সাহা, ডি আশীষ, সঞ্জীব আচার্য্য, সৌম্য বক্সী, অচ্যুত চক্রবর্তী, আই লীগ জয়ী প্রশিক্ষক সঞ্জয় সেন, প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম, উৎপল দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনরা। রক্তদান করেছেন মোট ৩৫ জন, তারমধ্যে ১৩ জন মহিলা। সকল প্রকার সাস্থ্য বিধি অবলম্বন করেই এই শিবির সহ সামগ্রিক কর্মসূচি পালন করা হয়। ১০০ জন প্রান্তিক পরিবারের শিশুদের মাস্ক, স্যানিটাইজার, খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।

টালা থেকে টালিগঞ্জের বিভিন্ন বিজ্ঞান সভা এবং বিজ্ঞান কেন্দ্রে সংগঠনের পতাকা উত্তোললের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চর ৩৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। বিজ্ঞান মনস্কতা প্রসারে বিভিন্ন আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক শ্রী প্রদীপ মহাপাত্র, রাজ্যের সহ সভাপতি শ্রী উৎপল দত্ত, জেলা সম্পাদক শেখ সোলেমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। কুসংস্কার বিরোধী অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করা এবং পরিবেশ দূষণ ও তার প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।

আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সিঁথি-পাইকপাড়া বিজ্ঞান কেন্দ্রের উদ্যেগে সংগঠনের ৩৫ তম প্রতিষ্ঠা দিবসে পাইকপাড়া বিজ্ঞান সভার নর্দান এভিনিউ ( NUC মাঠের পাশে) এবং সিঁথি বিজ্ঞান সভার কাঠগোলা মাঠে সংগঠনের পতাকা উত্তোলন এবং প্রান্তিক মানুষদের মধ্যে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয় ।

বৌবাজার-শিয়ালদহ এবং বইপাড়া- রাজাবাজার বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিজ্ঞান মঞ্চের ৩৫তম প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন ও সন্ধ্যায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। অংশগ্রহণ করেন সুমিত্রা চৌধুরী, আণবিকা গাঙ্গুলি প্রমুখ। বিষয়–বিজ্ঞান মানসিকতার প্রসার ও বিজ্ঞান চর্চা।

ঢাকুরিয়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে পতাকা উত্তোলন করেন কেন্দ্রের সভাপতি অধ্যাপক মৃদুল বোস এবং বক্তব্য রাখেন যথাক্রমে অধ্যাপক মৃদুল বোস, কেন্দ্রের সম্পাদক উত্তম রায় ও সহ-সভাপতি ডা: সৌম্য চ্যাটার্জী।

৩৫তম প্রতিষ্ঠা দিবস পালনে ঠাকুর পুকুর জোকাবিজ্ঞান কেন্দ্র সংগঠনের পতাকা উত্তোলনে দুলাল রায় চৌধুরী, মনোরঞ্জন পাল, তন্ময় চক্রবর্তী, চন্ডীদাস নন্দী, পীযূষ গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন।

৩৫তম প্রতিষ্ঠা দিবস পালনে পর্ণশ্রী সাহাপুর বিজ্ঞান কেন্দ্র।সংগঠনের পতাকা উত্তোলনে দেবীপ্রসাদ রায়,বিজ্ঞান মনস্কতার প্রসারে বক্তব্য রাখেন মৌসুমী চ‍্যাটার্জী।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠা দিবসে আজ নিউ আলিপুর- প্রিন্স আনোয়ার শাহ রোড বিজ্ঞান কেন্দ্রের শ্রদ্ধার্ঘ।

বেলগাছিয়া বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পালিত হয় ৩৫ তম বিজ্ঞান দিবস। পতাকা উত্তোলন করেন কেন্দ্রের সভাপতি তাপস বসু।

অনুপ পাত্র জানান,- ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশান ঠাকুরপুকুর-জোকা লোকাল কমিটির অন্তর্গত জোকা ১ নং ইউনিটের নবম সন্মেলন সফল হলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।