দেশ

ভারতের প্রথম মহিলা ‘অগ্নিযোদ্ধা’ তানিয়া সান্যাল, বাংলার মেয়ে।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১৭ই নভেম্বর:–ভারতীয় বায়ুসেনার ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়লেন এক বাঙালি মহিলা।এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রথম মহিলা দমকল কর্মী তানিয়া সান্যাল কলকাতার মেয়ে।২৭ বছরের তানিয়া গত বছর এয়ারপোর্টের প্রথম দমকল কর্মী হিসেবে কাজে যোগ দেন।

একজন মহিলার দমকলকর্মী হিসেবে ক্যারিয়ার শুরু করাটা খুব সহজ ছিল না। প্রবল ইচ্ছে শক্তির জোরে তানিয়া সাফল্যের চূড়ায়।তানিয়া ছোট থেকে ছকে বাঁধা জীবনের রাস্তায় হাঁটতে চায় নি।সবসময় চ্যালেঞ্জ নিতে চেয়েছে।সেই কারণেই এয়ারপোর্ট অথরিটির দেওয়া কর্মখালির বিজ্ঞাপন দেখে তানিয়া তার পছন্দের রাস্তা খুঁজে পেয়েছে। প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষায় ,তারপর ভূবনেশ্বরে শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ। বিভিন্ন ট্রেনিংয়ের পর দিল্লি ফায়ার ট্রেনিং সেন্টারে কঠোর প্রশিক্ষণ।এখন তানিয়া নিজেই কলকাতা ফায়ার ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক।

বিভিন্ন সংবাদমাধ্যমে তানিয়ার সাক্ষাৎকারে জানিয়েছে জীবনে অন্যরকম কিছু করতে গেলে মানসিক তৎপরতার প্রয়োজন।তানিয়া আর‌ও বলে, এয়ারপোর্টে ফায়ার সার্ভিস মানে শুধু আগুন নেভানো নয়। বিমান থেকে মানুষকে উদ্ধার করাও এ কাজের অঙ্গ। ফলে সারাক্ষণ সজাগ থাকতে হয়, রাখতে হয় নিজের ওপর ভরসা।বর্তমানে বেঙ্গালুরু এয়ারপোর্টের বেশ কয়েকজন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে তানিয়া।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।