দেশ

মহারাষ্ট্রে বাম যুব লং মার্চ দ্বিতীয় দিনেও অপ্রতিরোধ্য


চিন্তন নিউজ ডেস্ক,মুম্বাই,১৭ ই ফেব্রুয়ারি:প্রশাসনের প্রবল বাধা অতিক্রম করে এগিয়ে চলেছে বাম যুব লং মার্চ।গতকাল লংমার্চের সূচনা করেছিল বিশিষ্ট বাম কৃষক নেতা অশোক ধাওলে, কিন্তু মার্চ শুরুর কিছুক্ষনের মধ্যেই পুলিশের বাধার মুখে পড়ে।আইন শৃঙ্খলা অবনতির যুক্তি দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়, কর্মসংস্থানের দাবি জানিয়ে সেই লং মার্চ থামাবে কার সাধ্য।সেই মার্চ এগিয়ে চলে।দ্বিতীয় দিনের শুরুতেই পুলিশের বাধার মুখে পড়ে যুব মার্চ, ডিওয়াইএফআই দাবি করছে দেশজুড়ে এনপিআর প্রক্রিয়া বন্ধ করতে হবে।বিজেপি বিরোধী সরকার থাকা সত্ত্বেও বামেদের কর্মসূচি বন্ধ করছে কেন তাই নিয়ে উঠছে প্রশ্ন।

বাম যুব সংগঠনের একাধিক দাবি নিয়ে লং মার্চ এর মধ্যেই ব্যাপক সারা ফেলেছে রাজ্য জুড়ে ,লং মার্চের অন্যতম দাবি বেকার সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ, আরটিই আইনের যথাযথ প্রয়োগ, শিক্ষার বেসরকারীকরণ বন্ধ করা, এবং পিএসইউ সমূহের বিক্রির সিদ্ধান্ত বন্ধ করার ঘোষণা।

 

বাম যুব সংগঠনের কর্মীরা ব্যারিকেড ভেঙেই সামনের দিকে এগিয়ে চলেছে, রাজনৈতিক মহলের মতে কিষান লং মার্চ চলাকালীন বিজেপি সরকার সেভাবে দমন নীতির আশ্রয় না নিলেও এবারের লং মার্চে শিবসেনা এন সি পি জোটের দমন নীতি ঘিরে বেশ প্রশ্নের মুখে সরকারের এন আর সি এবং সিএ বিরোধী অবস্থান।বাম যুব নেত্রী প্রীতি শেখর জানিয়েছে শত বাফাহ অতিক্রম করেই এই লং মার্চ এগিয়ে যাবে মুম্বাইয়ের দিকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।