রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

অবশেষে মৃত্যুঞ্জয় হয়ে ঘরে ফিরলেন পরিবহ


রত্না দাস, চিন্তন নিউজ, ৩০ জুন: গত ১০ই জুন একজন ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে NRS হাসপাতাল চত্বর অগ্নিগর্ভ হয়ে ওঠে। শুরু হয় দুপক্ষের মধ্যে ঝামেলা। রোগীর বাড়ির লোকেরা ডাক্তারদের আক্রমন করে। আর তার শিকার হয় ডঃ পরিবহ। তার মাথার সামনের দিকের অংশ ফেটে যায়। সাথে সাথেই তাকে ভর্তির ব্যবস্থা করা হয়।

এই ঘটনার পরেই NRS হাসপাতালের main gate এ তালা ঝুলিয়ে দেওয়া হয়। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করে। অবশেষে সেখানে পৌঁছান স্বাস্থ্য ও শিক্ষা অধিকর্তারা। তাদের ঘিরেও বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা তাদের নিজেদের নিরাপত্তার দাবিতে। অবশেষে তারা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে তাদের সব দাবি পেশ করে ও তাদের সব দাবি আদায় করে। মুখ্যমন্ত্রী তাদের সব রকমের নিরাপত্তার আশ্বাস দিলে তারা ধর্মঘট তুলে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বেশ কয়েকদিন মৃত্যুর সাথে লড়াই করে ঘরে ফিরলেন ডঃ পরিবহ মুখার্জী। যারা জীবন দান করেন তাদের ওপর এই ধরনের আচরণে লজ্জিত দেশবাসী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।