রাজ্য

বাংলার ৫ টি মেট্রো রেল প্রকল্পের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ


মীরা দাস, চিন্তন নিউজ, ৩০ জুন: রেল মন্ত্রক বাংলার ৫টি মেট্রো প্রকল্পের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মেট্রো প্রকল্পের কাজ অযথা দেরি হওয়ার কারনেই এই কাজ আপাতত বন্ধ রাখা নিয়ে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে রেল বোর্ড। আর এই সিদ্ধান্তের জেরে তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর রেলমন্ত্রক শীঘ্রই মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে পারে। যে পাঁচটি শাখা চিহ্নিত করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে ১)মাঝের হাট থেকে এসপ্ল্যানেড, ২) সিটি সেন্টার থেকে এয়ারপোর্ট ৩) মাঝেরহাট থেকে ডায়মন্ড পার্ক, ৪) বরাহনগর থেকে বারাকপুর, ৫) নিউ বারাকপুর থেকে বারাসাত।

নিউ বারাকপুর থেকে বারাসাত শাখায় প্রায় সাড়ে সাত কি.মি. মেট্রো প্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখতে বলেছে রেল মন্ত্রক। নোয়াপাড়া থেকে বারাসাত ভায়া বিমান বন্দর মেট্রোপ্রকল্পের ভবিষ্যত এখন অনিশ্চত। অথচ ২০১৯-২০ সালের অন্তর্বর্তী বাজেটে অর্থ বরাদ্দের পরিমান বৃদ্ধি করা হয়।এরপরই এই সিদ্ধান্তকে ঘিরে তৈরী হয় নয়া জটিলতা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।