রাজ্য

বদলি হলেন মানবী, এবার ঢোলাহাটে


পম্পা নন্দী, চিন্তন নিউজ, ২৯ জুন: কৃষ্ণনগর উইমেন্স কলেজের অধ‍্যক্ষ মানবী বন্দোপাধ‍্যায় শেষ পর্যন্ত বদলি হলেন। ইনি প্রথম রূপান্তরিত অধ‍্যক্ষ হিসেবে ঐ কলেজে যোগ দেন। কিছুদিনের মধ‍্যেই শিক্ষকদের একটা বড় অংশের সঙ্গে বিরোধ লেগে যায়। তাঁকে বদলি করা হয় দ: ২৪ পরগণার ঢোলাহাট মহাবিদ‍্যালয়ে।

২০১৫ সালে কৃষ্ণনগর উইমেন্স কলেজে যোগ দিয়েছিলেন মানবী দেবী। কিন্তু কয়েকমাস পরেই কলেজের অধিকাংশ শিক্ষকের সঙ্গে দূরত্ব তৈরী হয় তাঁর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শিক্ষকেরা ছাত্রীদের সঙ্গে নিয়ে তাঁর বিরুদ্ধে মিছিল করেন। গতবছর ৮ ই সেপ্টেম্বর থেকে টানা অবস্থান বিক্ষোভ করেন শিক্ষকেরা। গতবছর ১৭ দিন ও এবছর ২৫ দিন টানা কর্মবিরতিও করেন তাঁরা।

এই পরিস্থিতিতে মানবী দীর্ঘদিন কলেজ আসেননি। এমতাবস্থায় গত ৫ ই মে কলেজের বর্ষীয়ান শিক্ষিকা বিজলী ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। কৃষ্ণনগর উইমেন্সে শিক্ষকদের প্রধান মুখ গৌরদাস সরকারকে গোবরডাঙা এবং সুদর্শন বর্ধনকে কাঁচরাপাড়া কলেজে বদলি করা হয়েছে। এ ব‍্যাপারে উক্ত শিক্ষকরা বলেন, “বদলি হ‌ওয়া তো চাকরির শর্ত।” নদীয়ার ডি.পি.আই. জয়শ্রী রায়চৌধুরী বলেছেন, এটা আর পাঁচটা সাধারণ বদলির মতোই একটা বদলি। মানবী এ নিয়ে কোন মন্তব‍্য করতে চাননি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।