প্রতিবেদনে সুপর্ণা রায়: চিন্তন নিউজ:২৯শে আগস্ট:- কবি নজরুল ইসলাম গান,কবিতা ইত্যাদি লেখার সাথে সাথে চলচ্চিত্র ও পরিচালনা করেছিলেন। যে কবির গানে ভারতবর্ষের স্বাধীনতা দিবস মুখরিত হয়ে উঠে সেই কবি মাত্র পাঁচশো টাকায় রাজী হয়েছিলেন চলচ্চিত্র পরিচালনার কাজে। তাঁর পরিচালিত একমাত্র ছবি “ধ্রুব” মুক্তি পায় ১৯৩৪ সালের ১ লা জানুয়ারী। ছবিতে ১৮ টি গানের মধ্যে ১৭ টিতে কাজী নজরুল ইসলাম সুর দিয়েছিলেন। ১৯৩৮ সালের এক মাহেন্দ্রক্ষণে চিত্র পরিচালক নরেশ মিত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের “গোরা” উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরী করেন এবং তার সঙ্গীত পরিচালনা করার ভার দেন কাজী নজরুল ইসলামকে। বিশ্বভারতীর অনুমতি না নিয়েই কাজী নজরুল ইসলাম গান রেকর্ড করেন। এতেই বিধিভঙ্গের অভিযোগ আনে বিশ্বভারতী। এদিকে মাত্র দুই দিন বাকী ছবি মুক্তির। এই ছবি মুক্তি না পেলে প্রজোযক এর প্রচুর আর্থিক ক্ষতি হবে। কাজী নজরুল ইসলাম প্রজোজক এর ক্ষতির কথা চিন্তা করে ছবির কপি ও প্রোজেকজন যন্ত্র নিয়ে সোজা শান্তিনিকেতনে কবিগুরুর কাছে গিয়ে প্রকৃত অবস্থার কথা জানালেন । কবিগুরু চলচ্চিত্রটি না দেখেই শুধুমাত্র কাজী নজরুল এর কথায় ছবি মুক্তির অনুমতি দিলেন।
৩০ শে জুলাই মুক্তি পেল “গোরা”। কাজী নজরুল ইসলাম থিয়েটার জগৎ এর সাথে ওতোপ্রোত ভাবে জড়িত ছিলেন। “সিরাজ দৌল্লা”,”অন্নপূর্না”,”জাহাঙ্গীর” প্রভৃতি নাটকে সঙ্গীত পরিচালনার কাজ করেছিলেন,তিনি নাটক গুলির জন্য গান লিখেছিলেন এবং সুরকারও তিনি নিজেই। সবসময় দুখু মিঞা আলোকে কাজী নজরুলের জীবনচর্চা হয়ে থাকে—- ফলে তাঁর অনেক কাজই প্রথমসারি তে আলোচনা হয় না। আজ কাজী নজরুল ইসলামের প্রয়ান দিবস। বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে চিন্তনের শ্রদ্ধার্ঘ্য।