চিন্তন নিউজঃ-২৮শে আগস্ট:– সোমনাথ ঘোষঃ-আজ তারকেশ্বরে কেশবচক অঞ্চল কৃষক সভার ২১তম সম্মেলন চলছে।
জয়দেব ঘোষঃ- হুগলী চুঁচুড়া বইমেলা ও সমকাল বিবৃতি আয়োজিত বইমেলার অন্যতম সংগঠক আমাদের সকলের প্রিয় গৌতম ঘোষের স্মরন সভা চুঁচুড়া জ্যোতিষ ভবনে অনুষ্ঠিত হয়ে গেল ৷।
আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার হরিপাল ও হরিপাল দক্ষিণ চক্র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ হরিপাল হরেকৃষ্ণ কোঙার ভবনে।উপস্থিত আছেন রাজ্য সাধারন সম্পাদক মোহন দাস পন্ডিত,জেলা সভাপতি মানস রঞ্জন ভঞ্জ, জেলা সম্পাদক কমল মল্লিক,জেলা কোষাধ্যক্ষ অসীম পাল,শ্যমা শঙ্কর সামন্ত, অশোক কোলে,জয়দেব ঘোষ,মনোজ সরকার সহ জোন ও চক্র নেতৃত্ব। সম্মেলনের উদ্বোধন করেন প্রাক্তন হুগলী জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি দুলাল ভৌমিক।