স্বাতী চক্রবর্তী:চিন্ত নিউজ:১৮ই মার্চ:–করোনা ভাইরাস এ সারা ভিয়েতনামে এখনো পর্যন্ত ৬৮ জন আক্রান্ত হয়েছেন। কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন, বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। এখানকার শহর গুলিকে এত সুন্দর করে জীবাণু মুক্ত করে রাখা হচ্ছে, সেটা সত্যিই অভাবনীয়।
প্রতিদিন বিকেলে শহরের সব রাস্তা পাইপের সাহায্যে জলের সাথে স্যানিটাইজার স্প্রে করে ধোওয়া হয়।
তখন রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়। তাতে মনে হয়—-করোনা ভাইরাস তো দূরের কথা, এই ভাইরাসের চেয়ে আরো ক্ষমতাশালী বিষাক্ত ভাইরাস রাও আসতে পারবে না -।
ভিয়েতনাম সমাজতান্ত্রিক সরকারের কাছে এ জিনিস শেখার মতো।