চৈতালি নন্দী: চিন্তন নিউজ:২রা জুলাই:–কোভিড১৯ এর আসল ভ্যাকসিন এখনও তৈরী হয়নি। তবে বিশ্বজুড়ে করোনার চিকিৎসার জন্যে রেমডেসিভির এখন একটি পরীক্ষিত ওষুধ। এখন প্রায় সর্বত্রই করোনা সংক্রামিতদের উপর এই ওষুধটি ব্যবহার করা হয়। এই ওষুধটি তৈরি করে বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি গিলিয়াড সায়েন্স। এদের থেকে আগামী কয়েকমাসের প্রায় সব ওষুধ কিনে নেবার অগ্রিম চুক্তি করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র।
একসময় এই ওষুধটি ইবোলাভাইরাস ও নভেল করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে ব্যাবহার করা হোত। বলা হয় এই ওষুধটি ব্যাবহারে ভাইরাসের বংশবৃদ্ধির হার অনেকাংশেই কমে যায়। গিলিয়াড সায়েন্স ছাড়পত্র দেবার পর এখন এই ওষুধ টি ব্যাবহার করা হচ্ছে করোনা চিকিৎসার ক্ষেত্রে। বলা হচ্ছে এটি ব্যাবহারে আক্রান্ত ব্যাক্তি অন্তত চারদিন আগে সুস্থ হতে পারবে।
রেমডেসিভির ওষুধটি তৈরির পেটেন্ট গিলিয়াড সায়েন্স কোম্পানির। ফলে এই ওষুধটি কেবলমাত্র তারাই তৈরী করে। জাতিসঙ্ঘের আন্তর্জাতিক বাণিজ্যনীতি অনুযায়ী শুধুমাত্র স্বল্পোন্নত দেশগুলিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী জুলাই মাসে ৫ লক্ষ ডোজের ১০০% এবং আগস্ট ও সেপ্টেম্বরে উৎপাদিত ৯০% ওষুধ কেনার জন্যে অগ্রিম চুক্তি সম্পাদিত করেছে। কোভিড১৯এ আক্রান্ত দেশগুলির মধ্যে আমেরিকার স্থান সবার উপরে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৩০ হাজার ১২৩জন। আক্রান্ত ২৭ লাখ ২৭ হাজার ৯৯৬ জন। সংখ্যাটি রোজই পরিবর্তন হচ্ছে। সামনে প্রেসিডেন্ট ইলেকশন। ফলে ঠিক এই সময় ট্রাম্প সরকারের ওষুধ নিয়ে এতো তৎপরতা সন্দেহের উদ্রেক করে। প্রাক-নির্বাচন পর্বে অব্যশ্যম্ভাবী পরাজয়ের আশঙ্কায় ট্রাম্প জনকল্যাণকামী ভাবমূর্তি নির্মাণে মরিয়া।