দেশ

কেরালা সরকারের অনন্য নজির- করোনার জেরে স্কুল বন্ধ, মিড-ডে মিলের হোম-ডেলিভারী চালু


সূপর্ণা রায়: চিন্তন নিউজ:১৬ই মার্চ:–কেরালার বামফ্রন্ট সরকারের পথেই হাঁটতে হ’ল পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকারকে।। গোটা দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সাথে সাথেই কেরালা সমস্ত স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় কেরালার বামফ্রন্ট সরকার।। আজ সেইপথেই হাঁটতে বাধ্য হলেন মমতা ব্যানার্জি সরকার।। করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গের বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।অবশ্য কেরালা তো বামফ্রন্ট সরকার।। তাদের চিন্তা ভাবনা আলাদা। স্কুল বন্ধ করে দেয়া হয়েছে কিন্তু বাচ্চাদের মিড _ ডে মিল বন্ধ করার প্রশ্নই নেই।। বরং বাচ্চাদের বাড়িতে বাড়িতে দুপুরের খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহন করেছে।।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কথা ঘোষণা করেছেন কিন্তু বাচ্চাদের মিড_ডে মিলের ব্যাপারে কোন কথা উচ্চারণ করেন নি।। বামফ্রন্ট ছাত্র ইউনিয়ন প্রতিদিন বাচ্চাদের দুপুরের খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছে। ৩১ শে মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও উচ্চ মাধ্যমিক, সিবিএসই আইএসসি পরীক্ষা যেমন চলছে তেমনই চলবে।। তবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর নিজস্ব পরীক্ষা গুলো স্থগিত থাকবে।।

এদিন তৃণমূল কংগ্রেস সরকার এর সুপ্রিমো মমতা ব্যানার্জি জানিয়েছেন ৩১ শে মার্চ অবধি দেখে পরিস্থিতি বিবেচনা করবেন।। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রাষ্ট্রসংঘ এবং কেন্দ্রীয় সরকার যে পরামর্শ দিয়েছে সেই অনুযায়ী রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।