জেলা রাজনৈতিক

কৃষক সম্মেলন ধূপগুড়িতে


সঞ্জিত দে: চিন্তন নিউজ: ২৮ আগষ্ট:– দেশের যারা অন্নদাতা তাদের সর্বনাশ করতে কৃষক আইন করেছে মোদি সরকার। কর্পোরেট মালিকদের খুশী করতে তাদের স্বার্থ সুরক্ষা রাখতেই কৃষি আইন নতুন করে করা হয়েছে।কর্পোরেট মালিকরা কৃষি পন্য উৎপাদন করবেন এবং নিজেদের সুবিধামত দামে বিক্রি করবেন।সাধারণ কৃষক এবং তাদের কৃষি কাজ কিছুই থাকবেনা।এই ভয়ংকর নীতির ফলে শুধু কৃষকের সর্বনাশ হবেনা সেই সাথে খেত মজুর থেকে শুরু করে শ্রমিক কর্মচারী শিক্ষক ব্যবসায়ী সকলেই বিপদে পরবেন।বিজেপি সরকারের এই ভয়ানক নীতির প্রতিবাদে দীর্ঘ নয় মাস ধরে দেশের সমস্ত কৃষক সংগঠন জোট বেঁধে লক্ষ লক্ষ কৃষক দিল্লির বিভিন্ন রাস্তায় বসে থেকে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন।রোদ ঝড় জল বৃষ্টি কেন্দ্রের সরকারের পুলিশ লেলিয়ে দেওয়া মিথ্যা মামলা বিজেপি আর এস‌এস‌ এর দুস্কৃতিরা হামলা চালিয়েও কৃষকদের আন্দোলন দমাতে পারেনি।আগামী ২৫ সেপ্টেম্বর ফের ভারত বন্ধের ডাক দিয়েছে সমস্ত কৃষক সংগঠন। বাংলার কৃষকদের জোট কে আরও শক্তিশালী করে তুলতে এখনই প্রচারে নামতে হবে।এই আহ্বান জানালেন সারা ভারত কৃষক সভার জলপাইগুড়ি জেলা সম্পাদক আশীষ সরকার। শনিবার ধূপগুড়ি থানা কৃষক সভার সন্মেলন উদ্বোধন করে তিনি এই আহ্বানের সাথেই বলেন রাজ্যের তৃনমুলের সরকার তারাও কৃষক স্বার্থ বিরোধী নীতি নিয়ে চলছে।এখানেও কৃষকদের নিয়ে নানান মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বোকা বানিয়ে শোষন করছে।তৃনমুল বিজেপি দুই সরকারের নীতি এক। তিনি বলেন দুই সরকারের কৃষক বিরোধী নীতির প্রতিবাদেই ভারত বন্ধকে সর্বাত্মক চেহারা দিতে হবে।

এদিনের থানা সন্মেলনে বিভিন্ন অঞ্চল কমিটি থেকে ১৬৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিদায়ী সম্পাদক প্রানগোপাল ভাওয়ালের পেশ করা প্রতিবেদনে র উপর ১২ জন প্রতিনিধি আলোচনায় অংশ নিয়ে গ্রামীণ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে এবং পঞ্চায়েত পরিচালনায় তৃনমুলের দূর্নীতি স্বজনপোষণ উল্লেখ করে আরে আন্দোলনের পরিকল্পনা গ্রহনের দাবি জানান।মুকুলেশ রায় সরকার মোক্তার হোসেন পুলক সরকারকে নিয়ে গঠিত সভাপতি মন্ডলী সন্মেলন পরিচালনা করেন। ভারতীয় গণনাট্য সঙ্ঘের শিল্পীদের পরিবেশন করা গানের মধ্য দিয়ে সন্মেলন শুরু হয়। মহবুব আলম দিগেন্দ্র নাথ রায় সফিকুল ইসলামকে সম্পাদক সভাপতি কোষাধ্যক্ষ করে ৩০ জনকে নিয়ে নতুন থানা কমিটি গঠন করা হয়। সন্মেলন শেষে বিরাট মিছিল শহর পরিক্রমা করে আগামী ২৫ সেপ্টেম্বরের ভারত বন্ধের শ্লোগান নিয়ে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।