জেলা

পূর্ব মেদিনীপুর জেলার টুকরো খবর


অমলেন্দু মহাপাত্র: চিন্তন নিউজ:২৮শে আগস্ট:– মহিষাদল এস‌এফ‌আই লোকাল কমিটির অন্তগর্ত নাটশাল ইউনিট কমিটি গঠন করা হল। ১১ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়.সম্পাদক অতনু ভূইয়া।সভানেত্রী পায়েল দাস…

অপরদিকে আজ কেন্দ্রীয় সরকার আগামী শীতকালীন সাংসদ অধিবেশনে জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ(সংশোধনী) বিল উত্থাপন করে আইনে পর্যবসিত করার জন্য উদ্যোগ নিতে পারে তাই এই উদ্যোগকে প্রতিহত করার জন্য ইউনিয়নের পক্ষ থেকে নেওয়া প্রতিবাদ কর্মসূচি,প্রচার ও যুক্ত গ্রাহক মঞ্চ তৈরি ইত্যাদিকে সুচারু ভাবে বাস্তবায়িত করার কর্মসূচি গ্রহণ করেছে পূর্ব মেদিনীপুর ডব্লিউ বিএস‌ইডব্লিউএম‌ইউ (WBSEWMU) এনসিসিওইইই (NCCOEEE) ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।