জেলা

মানুষের দাবিতে বিক্ষোভ মিছিল, সভা ও ডেপুটেশনের কর্মসূচিতে সামিল বাঁকুড়ার কৃষক ও ক্ষেতমজুরদে সংগঠগুলি।


আশীষ পান্ডে :চিন্তন নিউজ:১১ই মে:- লকডাউন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে, ধানসহ কৃষকদের উৎপন্ন সবজী ও ফসল ন্যায্যমুল্যে কেনার ব্যবস্থা করতে হবে, ভিন রাজ্যে আটকে পড়া সমস্ত পরিযায়ী শ্রমিককে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্যোগ নিয়ে অবিলম্বে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, কৃষকদের ভর্তুকি দিয়ে সার,বীজ,বিদ্যুৎ ও ডিজেল দিতে হবে, সর্বত্র ১০০ দিনের কাজ চালু করতে হবে, প্রতিটি গরীব কৃষিজীবী ও ক্ষেতজুরের ব্যাংক একাউন্টে আগামী ছমাস প্রতি মাসে ৭৫০০/- করে টাকা সরকারকে ট্রান্সফার করতে হবে, প্রতিটি গরীব পরিবারকে মাসে ৩৫কেজি করে চাল ও দুকেজি করে ডাল বিনামূল্যে সরকারকে সরবরাহ করতে হবে, প্রভৃতি দাবীগুলি নিয়ে আজ,১১ই মে,২০১৯ পুয়াবাগান তথা বাঁকুড়া বিডিও-১’এর দপ্তরে বিক্ষোভ, মিছিল, সভা ও ডেপুটেশনের কর্মসূচিতে সামিল হলেন বাঁকুড়ার কৃষক ও ক্ষেতমজুরদে সংগঠগুলি।

প্রথমে পুয়াবাগান মোড়ে প্রতিবাদীরা সোসাল ডিসটেন্সিং রক্ষা করে তীব্র বিক্ষোভ দেখান । প্রতিবাদের কর্মসূচীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা প্রতীপ মুখার্জী‌। – এরপর মিছিল করে গিয়ে সামিল হন গণ ডেপুটেশনে। ডেপুটেশন চলাকালীন‌ও বিডিও অফিস চত্বরে বিক্ষোভ চলতে থাকে। বিডিও মহোদয়ের পক্ষ থেকে সব বিষয়গুলি সাথে বিবেচনা করে দেখা হবে বলে আশ্বাস দেওয়ার পর এই কর্মসূচী শেষ হয় – ডেপুটেশনের পর ডেপুটেশনকারীদের কাছে আলোচনার বিষয়বস্তুগুলি ব্যাখ্যা করে বক্তব্য রাখেন প্রতীপ মুখার্জী ও বাবলু ব্যানার্জী। – সমগ্ৰ কর্মসূচীতে নেতৃত্ব প্রদান করেন প্রতীপ মুখার্জী, বাবলু ব্যানার্জী, বিনোদ বাস্কে, মোহন ধবল,শ্যামাপদ ডাঙর প্রমুখ নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।