নীল্টু ঘোষ:- চিন্তন নিউজ: ৩১ আগস্ট, ২০২০:-
সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বর্তমানে রাজ্যের শাসন ক্ষমতায় আসীন রাজনৈতিক দলটি। দু’হাজার আট সালের পরবর্তী নন্দীগ্রামের পুনর্জন্ম চাইছে বর্তমান শাসকদল।
একদিকে রাজ্য ও কেন্দ্রের সরকারগুলির ব্যর্থতা, ক্রমাগত শাসকদলের কর্মীদের তোলাবাজি লূন্ঠন, মানুষের মোহভঙ্গ হয়ে চলেছে। পাশাপাশি বাম কর্মীদের জনজীবনের জ্বলন্ত দাবীগুলি নিয়ে আন্দোলনের সাথে সাথে এই ভয়ঙ্কর সংক্রমণের সময় ব্যার্থ সরকারের করনীয় কাজের দায়িত্ব কাঁধে তুলে মানুষের পাশে দাঁড়িয়েছে বাম দলগুলি। মানুষের মোহভঙ্গ হচ্ছে। মানুষ লালঝান্ডার নীচে বেশী বেশী করে জড়ো হচ্ছেন। জমি হারাচ্ছে বর্তমান শাসক দল। আর তাই ভীত শাসকদলের কর্মীরা আক্রমণ নামিয়ে আনছে ঐ এলাকায় বামকর্মীদের উপর।
মোহাম্মদপুর অঞ্চলে খাদ্য আন্দোলনে শহীদদের স্মরণে গণআন্দোলনের শহীদ দিবস পালিত হয়! এই কর্মসূচির পর অতর্কিতে শাসকদলের গুন্ডাবাহিনী আক্রমণ নামিয়ে আনে বাম কর্মীদের ওপর।আক্রমনে আহত হন নন্দীগ্রাম সিপিআই(এম) এরিয়া কমিটির সম্পাদক মহদেব ভূঁইয়া এরিয়া কমিটির সদস্য, যুবনেতা দেবেশ ভূঁইয়া সহ আরও কয়েকজন সক্রিয় কর্মী। গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলে বামকর্মীদের রক্ষা করেন!