দেশ রাজ্য

৭১তম প্রজাতন্ত্র দিবসে বিশ্বভারতীর উপাচার্যের বিস্ফোরক মন্তব্য ।



গোপা মুখার্জি:চিন্তন নিউজ:২৭শে জানুুুয়ারি:ফের বিতর্কে জড়ালেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মহাশয় । গতকাল ৭১ তম সাধারণতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি । উপাচার্য দাবী করেছেন যে ২৯৩ জনের সংখ্যালঘু ভোটে ভারতের সংবিধান রচিত হয়েছিল । এমনকি তিনি সংবিধানকে ‘বেদ’ এর সঙ্গে তুলনা করেছেন । এখানেই তিনি থেমে থাকেননি , সংবিধান বদলানোর কথাও তিনি বলেছেন । তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে তাঁর ইস্তফার দাবী করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী মহাশয় ।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এস‌এফ‌আই র ছাত্রছাত্রীদের ওপর এবিভিপির হামলার কয়েকদিন পর উপাচার্যকে পুলিশের সাথে কথা বলতে শোনা গেছে যে, “মোটর সাইকেলে করে কয়েকজনকে নিয়ে এলেই আন্দোলন ঘুচে যাবে।

আরও জানা গেছে বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয় উপাচার্য জে এন ইউ এর পদাঙ্ক অনুসরণ করছে । সেখানেও ক্যাম্পাস এ ঢুকে ছাত্র পেটানোর অভিযোগ ওঠে গত ১৫ই জানুয়ারী । অভিযোগ , বিশ্বভারতী তেও ছাত্র ছাত্রীদের উপর হামলা চালায় বি জে পি এর ছাত্র সংগঠন এ বি ভি পি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।