শাশ্বতী ঘোষাল, চিন্তন নিউজ, ২৭শে জানুয়ারি:মোদীর নীতিকে দেশবিরোধী আখ্যা দিয়ে সমালোচনার ঝড় তুলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে সুব্রম্ভ্রণম স্বামী।
বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রম্ভ্রণম স্বামী বারবার দলবিরোধী বক্তব্যে সোচ্চার হয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। আগেই দেশের অর্থনৈতিক পরিস্থিতির বিপর্যস্ত দশা নিয়ে তিনি তাঁর ক্ষোভ ও বিরক্তি জানিয়েছেন। তিনি বলেছেন দেশের বেহাল অর্থনৈতিক অবস্থাকে কিভাবে সঠিক পথে পরিচালিত করা যাবে সে বিষয়ে বিজেপির কোনো ভাবনা চিন্তা আছে বলে মনে হয় না। এই অবস্থা চলতে থাকলে ভারতবর্ষ বিজেপি মুক্ত হতে আর বেশি দেরী নেই।
এবার স্বামী সরাসরি দেশ বিরোধিতার অভিযোগ এনেছেন বিজেপি সরকারের বিরুদ্ধে। এর মূল কারণ হল এয়ার ইন্ডিয়ার সত্ত্ব বিক্রি নিয়ে মোদী সরকারের পদক্ষেপ। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে আগামী ১৭ মার্চের মধ্যে যারা এয়ার ইন্ডিয়ার সত্ত্ব কিনতে ইচ্ছুক সেই সংস্থাগুলি যেন নিজেদের নাম নথিভুক্ত করে নেয়। এই রকম সরকারি বিজ্ঞপ্তি র পরই টুইটারে ক্ষোভ উগড়ে দেন বিজেপি সাংসদ।
তিনি এয়ার ইন্ডিয়ার এই বেসরকারীকরণের উদ্যোগকে সরকারের দেশবিরোধী পদক্ষেপ বলে বিরক্তি প্রকাশ করেন। আর এর কারণেই তিনি আদালতে যেতে বাধ্য হচ্ছেন বলে জানান। দলের বিরুদ্ধে বিজেপি সাংসদের আদালতে যাওয়ার প্রসঙ্গেই দেখা দিয়েছে বিতর্ক।