বিদেশ

শ্রীলঙ্কায় বিস্ফোরণ


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২১ এপ্রিল: আজ শ্রীলঙ্কার কলোম্বোয় পরপর বিষ্ফোরণ। সূত্রের খবর অন্তত ৬ বার বিষ্ফোরণ হয়েছে।
রবিবারের ইস্টার চলাকালীন গির্জা এবং হোটেলে একাধিক বিস্ফোরণে বিধ্বস্ত শ্রীলঙ্কা। স্থানীয় সংবাদসংস্থা সূত্রে খবর, বিস্ফোরণে অন্তত পক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ২৮০ জন। রবিবার সকাল ৮টা ৪৫ মিনিটে প্রথম বিস্ফোরণটি হয় রাজধানী কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জায়। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বিস্ফোরণ হয় নেগোম্বোর সেন্ট সেবেস্টিয়ান গির্জায়। রাজধানী শহরের দু’টি বিলাসবহুল হোটেলেও বিস্ফোরণ হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সকাল থেকে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। হোটেলগুলির প্রতিটিতেই অসংখ্য পর্যটকদের নিয়মিত যাতায়াত চলে। রয়টার্স মারফত খবর, ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের উপস্থিতিতে উদ্ধারকাজ চলছে। বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীলঙ্কা বিমানবন্দর। যাত্রী ছাড়া আর কাউকেই বিমানবন্দরের ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কলম্বো শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। পুলিশের প্রাথমিক অনুমান অন্তত পক্ষে ৬টি বিস্ফোরণ হয়েছে দেশের একাধিক শহরে। বিস্ফোরণে জখম ৮০ জনকে কলম্বোর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে একটি আপতকালীন বৈঠক ডেকেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।