রাজ্য

বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২১ এপ্রিল: নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলল তৃণমূল। এই বিষয়ে তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করে।
শনিবার রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অজয় নায়েক। তিনি বলেন, “দশ বছর আগে বিহারে যে রকম পরিস্থিতি ছিল, বাংলার পরিস্থিতি এখন ঠিক সেরকম। সেই জন্যই অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হচ্ছে এই রাজ্যে।
তৃণমূলের বক্তব্য, রাজ্যে পাঁচটি আসনে ভোটগ্রহণের পর মাত্র একটা বুথেই পুনর্নির্বাচন করছে কমিশন, তাও আবার সেখানে ভোটিং মেশিনে গন্ডগোল থাকার কারনে। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এমন গুরুতর অভিযোগ আনলেন বিশেষ পর্যবেক্ষক? তার এরকম মন্তব্য কিছুতেই কাম্য নয়।
তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সী বলেন অজয় নায়েক অবসরপ্রাপ্ত অফিসার। জনপ্রতিনিধি আইনের ২০-বি ধারা অনুযায়ী পর্যবেক্ষক পদে তাঁর নিয়োগ সম্পূর্ণ বে-আইনি।
লিখিত অভিযোগে তৃণমূলের পক্ষ থেকে অজয় নায়েকের অপসারণ দাবি করা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।