বিজ্ঞান ও প্রযুক্তি

পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ রাজ্য পরিবেশ কর্মশালা


চিন্তন নিউজ: ২৬শে মে ২০১৯: অভিজিৎ দাস গোস্বামী :–শুরু হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য পরিবেশ কর্মশালা – প্রথম অধিবেশনে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কিত আই পি সি সি( ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ) র স্পেশাল রিপোর্ট বা ১.৫ ডিগ্রী রিপোর্টের ওপর বলছেন টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স,মুম্বাই এর সেন্টার ফর সায়েন্স, টেকনোলজি এ্যান্ড সোসাইটির, স্কুল অব হ্যাবিট্যাট স্টাডিজ, স্কুল অব রিসার্চ মেথডলজি র চেয়ারপারসন অধ্যাপক টি জয়রামন।
প্রারম্ভিক ভাষণ রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র – এই অধিবেশনের সভাপতিত্ব করছেন – পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি অধ্যাপক সত্যজিত চক্রবর্তী।

দ্বিতীয় অধিবেশনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের – পরিবেশ সম্পর্কিত কর্মসূচী রচনা করা এবং আগামী ৫ ই জুন, বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে পরিবেশ কর্মসূচী রূপায়ন এবং ২০ টি জেলার প্রতিনিধিদের আলোচনা।

রাজ্য কর্মশালায় ২০ টি জেলার জেলা নেতৃত্ববৃন্দ এবং জেলা পরিবেশ উপসমিতির প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।