রাজ্য

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত দূষিত জলে ক্ষতিগ্রস্ত এলাকা।কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:১৯শে আগস্ট:—তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষিত জলে ক্ষতিগ্রস্ত এলাকা ,গেট বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসী দের।।
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জমা দূষিত জলে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম,ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকার মানুষ জন,বাড়ছে রোগভোগ।বহুদিন থেকেই এলাকার মানুষের মনে এই নিয়ে অসন্তোষ দানা বাঁধছিল।এদিন তার বহিঃপ্রকাশ ঘটে।কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।এই বিক্ষোভে যোগ দেন বেশ কয়েকটি গ্রামের মানুষ জন।জনরোষের আঁচ টের পেয়ে ঐ তাপবিদ্যুৎ কেন্দ্রের কতৃপক্ষ পাম্পের সাহায্যে জমা জল বের করে দেওয়ার চেষ্টা চালায়।কিন্তু এতে ক্ষোভের উপশম হয়নি।কারন ঐ জমা জলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের মানুষ, নষ্ট হচ্ছে ফসল।মাত্র দুদিনের বৃষ্টিতেই প্লাবিত হয় গ্রামের পর গ্রাম ও শহর।শান্তিপুর ,শ্রীকৃষ্ণপুর১,খানজাদপুর ,আদুলিয়া সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।দূষিত এই জলে এলাকায় বাড়ছে রোগের প্রকোপ।
সূত্রে প্রকাশ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬টি ইউনিটের মধ‍্যে বর্তমানে ৪টি ইউনিট বন্ধ রয়েছে।বিদ‍্যুৎ উৎপাদনের কাজ করছে মাত্র ২টি ইউনিট।ক্রমাগত বৃষ্টি হওয়ায়, সেই জলে প্লাবিত হয় প্রায় ১০টি গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা।
দূষিত জলের কারনে মানুষের ক্ষোভ টের পেয়ে বিদ‍্যুৎ কেন্দ্রের আধিকারিকরা গ্রামবাসী দের সঙ্গে বৈঠকে বসেন।শহীদ মাতঙ্গিনী ব্লকের বিদ‍্যুৎ কর্মধ‍্যক্ষের কথায় এই জমা জল একটি জায়গা থেকে না ছেড়ে যদি একাধিক জায়গা থেকে ছাড়া যেতো তবে এই ধরনের সমস্যা তৈরী হোতো না এর জন্যে দায়ী কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের গাফিলতি ও অদূরদর্শীতা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।