মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ২৮ সেপ্টেম্বর: জাতীয় সড়কের কলকাতাগামী সার্ভিস রোড বন্ধ করে দিল পুলিশ প্রশাসন। বীরভূম থেকে কাঁকসা হাসপাতাল মোড় হয়ে দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রাস্তা ধরে বর্ধমান বা কলকাতায় যেতে হয়। আর সেই রাস্তার মোড়ে অবস্থা খুবই খারাপ থাকায় পরপর দুটি মালবাহী গাড়ি দুর্ঘটনায় কবলে পড়েছে।বেশ কদিন ধরে এই রাস্তার অবস্থা খারাপ ছিল আর দুদিনের বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। বড় বড় গর্ত হয়ে গেছে, দেখে মনে হবে এক একটি পুকুর। যার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। এই দুর্ঘটনার ফলে ঘুরপথে গাড়ি চালানো হচ্ছে। তবে কতদিন এই রাস্তা বন্ধ থাকবে তা এখনো জানা যায়নি।
Related Articles
কেমন আছে মৌসুনী
কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ৪ঠা জুন:- পর্যটন মানচিত্রে একটি পরিচিত নাম মৌসুনী দ্বীপ। দক্ষিণ২৪পরগনার একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত এই দ্বীপ, বঙ্গোপসাগর যেন হাতছানি দিয়ে ডাকে। নিকটতম বীচ বালিয়াড়া। ম্যানগ্ৰোভ অরণ্যে ঘেরা নির্জন সৈকতে স্থানীয় অধিবাসীরা ব্যস্ত থাকেন মাছ ধরায়, এটাই ওঁদের অন্যতম জীবিকা। লাল কাঁকড়ার ভীড়ে, পাখিদের কলতানে মুখর মৌসুনী।কিন্তু সুপার সাইক্লোন আমফানের পরে কেমন আছে […]
hot koreans
KOREAN MAIL ORDER BRIDES SouthKorea is actually an impressive country along withfantastic photo viewpoints and exciting lifestyle. Korea is thought to be the second country in the economical level as well as the fourthnation in the level of life. For centuries, folks coming from Korea don’ t know what hardship is actually. These new brides […]
মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ানোর_লড়াই
মিঠুন ভট্টাচার্য্য: চিন্তন নিউজ: ৩রা জুন:- সিপিআই(এম)শিলিগুড়ি ৩নং এরিয়া কমিটির উদ্যোগে সাধারণ অভুক্ত মানুষের পেটে দুমুঠো অন্ন তুলে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্ঠায় “#কমিউনিটি_কিচেন”। বিগত ৩০শে মে থেকে প্রতিদিন এই গরীবের রান্নাঘর চালানো হচ্ছে, আজ ছিল তার পঞ্চম দিন। আজ প্রায় ১৫০০জনেরও বেশী মানুষের হাতে তৈরি খাওয়ার তুলে দেওয়া হয়েছে। এই কর্মসূচীকে সার্থক করতে সামনে থেকে নেতৃত্ব […]