মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ২৮ সেপ্টেম্বর: জাতীয় সড়কের কলকাতাগামী সার্ভিস রোড বন্ধ করে দিল পুলিশ প্রশাসন। বীরভূম থেকে কাঁকসা হাসপাতাল মোড় হয়ে দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রাস্তা ধরে বর্ধমান বা কলকাতায় যেতে হয়। আর সেই রাস্তার মোড়ে অবস্থা খুবই খারাপ থাকায় পরপর দুটি মালবাহী গাড়ি দুর্ঘটনায় কবলে পড়েছে।বেশ কদিন ধরে এই রাস্তার অবস্থা খারাপ ছিল আর দুদিনের বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। বড় বড় গর্ত হয়ে গেছে, দেখে মনে হবে এক একটি পুকুর। যার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। এই দুর্ঘটনার ফলে ঘুরপথে গাড়ি চালানো হচ্ছে। তবে কতদিন এই রাস্তা বন্ধ থাকবে তা এখনো জানা যায়নি।
Related Articles
বিরুদ্ধ মত’কে থামিয়ে দিতেই ডাক্তার বদলির বিধান
চৈতালী নন্দী:চিন্তন নিউজ:২২শে ফেব্রুয়ারি:–এবার ডাক্তারদের ক্ষেত্রেও ‘বিরুদ্ধ মত’কে থামিয়ে দিতে বদলির বিধান।। কেন্দ্রের মতো রাজ্য সরকারও প্রতিবাদী স্বরকে থামিয়ে দেবার লক্ষ্যে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে। যে সকল ডাক্তার রাজ্যের বিভিন্ন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন বা বিন্দুমাত্র বিরুদ্ধ মত প্রকাশের মতো ‘গর্হিত’ অপরাধ করেছেন তাদের ক্ষেত্রে অসুবিধাজনক বদলির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। পদোন্নতির পরে এবার […]
ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মুজফ্ফর আহমেদ(কাকাবাবু)।
সূপর্ণা রায়:চিন্তন নিউজ:৬ইআগস্ট:৫ই আগস্ট কমরেড মুজফফর আহমেদের তথা কাকাবাবুর জন্মদিবস।-১৯২০ সালের ১৭ আগস্ট সোভিয়েত ইউনিয়ন এর তাসখন্দে কিছু বিপ্লবীর হাত ধরে তৈরী হয়েছিল কমিউনিস্ট পার্টী।। সেই হিসাবে এ বছর কমিউনিস্ট পার্টীর শতবর্ষ উদযাপন যা চলবে ২০২০ সালের ১৭ আগস্ট পর্যন্ত।। ভারতে কমিউনিস্ট পার্টী গড়ে উঠার ক্ষেত্রে ইংরেজদের সাম্রাজ্যবাদ আর জালিওয়ানাবাগ হত্যালীলা এবং তার পরিপ্রেক্ষিতে কবিগুরুর […]
পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস।
নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১২ই আগস্ট:—কেরল ,মহারাষ্ট্র বন্যায় ভাসছে। এদিকে বাংলার দক্ষিণে খরা। এই খরা কাটিয়ে এবার বাংলা ভাসবে প্রবল বৃষ্টিতে!! কেরল ভাসিয়ে তুমুল বৃষ্টিপাতে কাঁপতে চলেছে দক্ষিণবঙ্গ ! ঘণ্টায় ৫৫ কিমি বেগে তুমুল ঝড় । তুমুল ঝড়বৃষ্টিতে ওড়িশা ও কর্নাটকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে ৷ এছাড়াও প্রবল ঝড়বৃষ্টিতে কাঁপতে চলেছে কেরল, গোয়া, মাহে, কোঙ্কন, মধ্য মহারাষ্ট্র, […]