জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৫ই ফেব্রুয়ারি – ১১ ফেব্রুয়ারী যুব ও ছাত্র ফেডারেশন সহ ১২ টি সংগঠনের ডাকে নবান্ন অভিযানকে সামনে রেখে যুব ফেডারেশন বর্ধমান সদর ১ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ছোটবেলুন দীঘির পাড় মোড়ে পথসভা ও মশাল মিছিল হয়। পথসভায় বক্তব্য রাখেন যুব ফেডারেশন, পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অয়নাংশু সরকার, সদর ১ এর সম্পাদক চন্দন সোম। আঞ্চলিক কমিটির সদস্য সুদীপ্ত সোম, চন্ডী লেট, সৌভিক মন্ডল। সভাপতিত্ব করেন সংগঠনের আঞ্চলিক সভাপতি সেখ রাফিউল হক।

ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন পূর্বস্থলী-১ আঞ্চলিক কমিটির জাহান্নগর ইউনিটের সুলন্টু গ্রামে প্রবল শীতের মধ্যে নবান্ন অভিযান ও ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের দেওয়াল লিখন করা হলো।

পেনশন ও পেশাগত দাবি নিয়ে আজ নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে কমিশনার অফ স্কুল এডুকেশন দপ্তরে (পূর্তভবন ও বিকাশ ভবন) এবং একই সাথে ভোটকর্মীদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে মূখ্য নির্বাচন আধিকারিককে ডেপুটেশন দেওয়া হয় ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।