চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত :১৪ই ডিসেম্বর – কাটোয়া ১ সুদপুর মোড়ে কৃষি বিলের প্রতিবাদে ও আন্দোলন সমর্থন করে পথসভা করা হলো। সভায় সভাপতিত্ব করেন দীনবন্ধু মন্ডল, বক্তব্য রাখেন মলয় ব্যানার্জি, দেবকুমার মন্ডল, অনিন্দ্য মন্ডল।
জামালপুর থানার আঁটপাড়া বাজারে দিল্লীতে আন্দোলনরত কৃষকদের সাহায্য করতে গন অর্থ সংগ্রহ করা হয় সিটু ও সারা ভারত কৃষক সভার এর পক্ষ থেকে ।
গতকাল১৩ ই ডিসেম্বর মৃদুল সেন, স্বপন রায় স্মরণসভা হয় সি পি আই(এম) বর্ধমান শহর ২ এরিয়া কমিটির আয়োজনে। স্মরণসভায় উপস্থিত ছিলেন মদন ঘোষ, অচিন্ত্য মল্লিক, অমল হালদার সহ বর্ধমান শহরের নেতৃত্ব। স্মৃতিচারণা করেন অচিন্ত্য মল্লিক ও মদন ঘোষ। শোক প্রস্তাব পাঠ করেন এরিয়া সম্পাদক তরুন রায়। সভা পরিচালনা করেন পারুল ঘোষ। সঙ্গীত পরিবেশন করেন রাজশ্রী ভট্টাচার্য।
গণতান্ত্রিক যুব ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে কালনা থেকে কাটোয়া বাইক মিছিলে অংশগ্রহণকারী কমরেডদের কালনা শহর, কালনা ১, কালনা ২ আঞ্চলিক কমিটি এবং এ বি পি টি এ-র পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হ’ল।