চিন্তন নিউজঃ-২৫ শে অগাষ্টঃ- জয়দেব ঘোষঃ-রাজ্যের সাম্প্রতিক কালের প্রাথমিক শিক্ষা এবং শিক্ষক / শিক্ষিকাদের পেশাগত ও বৃত্তিগত আশু সমস্যা সমাধানের লক্ষ্যে আজ চন্ডীতলা অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়কে এ বি পি টি এ চন্ডীতলা চক্রের পক্ষ হতে স্মারক লিপি দেওয়া হয়।এ বি পি টি এ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্যা মানসী চক্রবর্তী, হুগলী জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তথা চন্ডীতলা জোনাল কমিটির সম্পাদক আশীষ চক্রবর্তী, চক্রের সভাপতি তারক কুন্ডু, সম্পাদক সমর বড়ুয়া, চক্রের অন্যান্য নেতৃত্ব সহ ১৪ জন শিক্ষক / শিক্ষিকার উপস্থিতিতে অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের সাথে শান্তি পূর্ণ সদর্থক আলোচনার মধ্য দিয়ে এই স্মারক লিপি দেওয়া হয়।
অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় দাবিগুলোর সুষ্ঠু সমাধানের চেষ্টা করবেন বলে জানান। আজ খানা কূলের বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে চুঁচুড়া সি.আই টি, ইউ সমন্বয় কমিটির উদ্যোগে সংগ্রীহিত ত্রান সামগ্রী হুগলী জেলা কমিটির হাতে তুলে দেওয়া হল ৷ উপস্থিত ছিলেন জেলা সি.আই. টি. ইউ. নেতা তরুন ঘোষ . চুঁচুড়া সমন্বয় কমিটির সভাপতি দেবাশীষ বসু সম্পাদক বিপ্লব রায় ৷
শিবাজি মিত্রঃ- হুগলী জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের(সি আই টি ইউ)র হুগলী আঞ্চলিক ৫ম সম্মেলন বিজয় মোদক ভবনে সি আই টি ইউ হুগলী জেলার সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড গুরুদাস ব্যানার্জী উদ্বোধনী ভাষনের মধ্যে দিয়ে শুরু হয়।সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন কমরেড সেবা সাহা। ৩