জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বার্তা।


চিন্তন নিউজ:০৫/০৯/২০২২:– জয়নগর থেকে সংবাদদাতা রমা চক্রবর্তী জানিয়েছেন যে এইড‌ওয়া জয়নগর -২নং এরিয়া কমিটির অন্তর্গত চুপড়িঝাড়া অঞ্চলে মহিলাদের ইউনিট সম্মেলন করা হয় । এই সম্মেলনে ৩২জন প্রতিনিধি উপস্থিত ছিলেন ।

অপর দিকে বাটা -মহেশ তলা থেকে প্রতিনিধি কৃষ্ণা সাবুই জানিয়েছেন যে মহেশ তলা ২নং এরিয়া কমিটির আহ্বান এ “চোর ধরো জেল ভরো “বিষয়ক এক পথসভা ব্যানার্জী হাটে অনুষ্ঠিত হয় । এই সভায় সিপিআই(এম) দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রভাত চৌধুরী , এছাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবু চৌধুরী, এছাড়াও ছিলেন শামীম বৈদ্য, বক্তব্য পেশ করেন তিনি। সভাপতিত্ব করেন দীপক ভট্টাচাৰ্য ।

সোনারপুর থেকে রিপোর্টার অভিজিত দাসগুপ্ত জানিয়েছেন সিআইটিইউ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নির্মাণ কর্মী ইউনিয়ন এর ১০৭নং ওয়ার্ডে এরিয়া নির্মাণ কর্মী ইউনিয়ন ইউনিট এর উদ্যোগে আগামী ১০/৯এবং ১১/৯ কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (CWFI )রাজ্য সম্মেলন উপলক্ষে রাজডাঙ্গা অঞ্চলে কসবা নিউ মার্কেট এলাকায় লাল সালু অর্থ সংগ্রহের কর্ম সূচি সংঘটিত হয় । উপস্থিত ছিলেন CITU নেতা সুনীল কুমার দুলুই, এছাড়া ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য গৌতম রায় সহ আরো অনেক কর্মী ও নেতৃত্ব। এই কর্মসূচিতে পাঁচ হাজার টাকা তুলে দেয়া হয় । সুনীল কুমার দলুই এর হাতে।

অপর দিকে এইড‌ওয়া সোনারপুর পশ্চিম অঞ্চলে র অন্তর্গত রানীয়া শাখার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ।, কমরেড মীরা চৌধুরি নগর , ও সুস্মিতা চৌধুরি মঞ্চে। এই সম্মেলন থেকে সম্পাদক এবং সভাপতি নির্বাচিত হন, জয়া শীল ও রাজশ্রী পোদ্দার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।