চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত :২৪ শে ডিসেম্বর – জগদানন্দপুর বাসস্টযান্ডে সারাদিন ব্যাপী অবস্থান হয় সারা ভারত কৃষক সভার ডাকে। বক্তব্য রাখেন তপন কোনার, ঈশ্বর দাস, অনিন্দ্য মন্ডল প্রমুখ এবং সংগীত পরিবেশন করেন বৈশাখী দাস।
কেন্দ্রের মোদি সরকারের কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে ২৯দিন ধরে আন্দোলনরত কৃষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ও শহীদ ৩৩ জন কৃষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বর্ধমান শহর দু’নম্বর এরিয়া কমিটির উদ্যোগে বিকাল ৫টা থেকে রাধানগর বিবেকানন্দ মূর্তির সামনে এক প্রতিবাদ সভা আয়োজিত হয়। এই সভায় বক্তব্য রাখেন সুদীপ্ত গুপ্ত ও অরিন্দম মৌলিক। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন রুশো রায়চৌধুরী। প্রয়াত ফিরোজ আলমের স্মরণ সভা পালিত হয় খন্ডঘোষের উখরিদ গ্রামে।
কুড়মুন হাটতলায় প্রয়াত কমরেড হলধর মন্ডল স্মরণে সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির নেতা দেবু রায়। বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গনেশ চৌধুরী। সমাবেশে মূল বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য অমল হালদার।উপস্থিত ছিলেন পার্টি এরিয়া কমিটির সম্পাদক মহবুব আলম ও এরিয়া কমিটির নেতৃত্ব অশোক ঘোষ। প্রয়াত হলধর মন্ডলের স্ত্রী রীনা মন্ডল গনশক্তি তহবিলে পাটী’র রাজ্য নেতৃত্ব অমল হালদারের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মাধবডিহি আঞ্চলিক কমিটির উদ্যোগে আগামী ৩০ ডিসেম্বর জনসভা হবে,প্রধান বক্তা থাকবেন মীনাক্ষী মুখার্জি (প: ব: রাজ্য সভানেত্রী)। এর প্রচার ও সমর্থনে আলমপুর গ্রামে পোস্টারিং করছেন স্থানীয় কমরেডরা।
সারা ভারত যুব ফেডারেশন বর্ধমান শহর ১ নং আঞ্চলিক কমিটির অন্তর্গত ২৬ নং ওয়ার্ড প্রাথমিক কমিটির গোদা এলাকায় সদস্য পদ গ্রহণ অভিযান করা হলো।এলাকার যুব কমরেডদের সাথে উপস্থিত আছেন সংগঠনের জেলা সভাপতি স্বর্ণেন্দু দাস।
এসএফআই-এর ৫০ বছর উপলক্ষে রাজ্যজুড়ে ২৩-২৪ ডিসেম্বর গণসংগ্রহের ডাক দিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি তারই অঙ্গ হিসাবে খণ্ডঘোষ লোকাল কমিটির বেরুগ্রাম হাটে গণসংগ্রহ হলো এস এফ আই এর পক্ষ থেকে।
আগামী ৩০ শে ডিসেম্বর বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবীতে কাটোয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন, তার প্রস্তুতিতে কাটোয়া মন্ডলপাড়া এলাকার বিড়ি শ্রমিকদের সভা হলো। উপস্থিত ছিলেন অঞ্জন চ্যাটার্জি, সুজিত রায়, সাধন দাস, জয়শ্রী চ্যাটার্জি প্রমুখ।