চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২১ এপ্রিল – কবি শঙ্খ ঘোষের প্রয়াণে গভীর বেদনাহত চিত্তে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে পূর্ব বর্ধমান সি পি আই এম জেলা কমিটির পক্ষ থেকে। তাঁর সাম্রাজ্যবাদ বিরোধী চেতনায় স্ফুরিত কবিতা সমাজকে সাম্যবাদী ভাবনায় আলোকিত করতো, তাঁর চলে যাওয়া এই সময়ে এক অপূরণীয় ক্ষতি।
২০ এপ্রিল প্রয়াত হলেন বর্ধমান শহরের রথতলা, কাঞ্চননগর এলাকার প্রবীণ পার্টি সদস্য তপন রায়। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তপন রায় সত্তর দশকের লড়াকু যোদ্ধা ছিলেন। শহিদ নিত্য পাল-এর সঙ্গী ছিলেন তিনি। তপন রায়কে শেষ শ্রদ্ধা জানান পার্টি নেতা মদন ঘোষ, তাপস সরকার, অপূর্ব চ্যাটার্জী, বর্ধমান শহর ২ নং এরিয়া কমিটির সম্পাদক তরুন রায়, মদন কর্মকার সহ এলাকার বাম কর্মীরা। তপন রায়ের প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মদন ঘোষ এবং পার্টির জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিকা।
গত ১৯ এপ্রিল পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সমর্থিত সি পি আই (এম) প্রার্থী প্রদীপ কুমার সাহার সমর্থনে মাজিদা গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর বাজারে সভা সংগঠিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভজন ঘোষ । এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, প্রদীপ কুমার সাহা, হারাধন নায়েক ও খগেন বিশ্বাস প্রমুখ।
ওই দিনই যুব ফেডারেশন বর্ধমান শহর ১ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বর্ধমান শহরের কার্জনগেটে “করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের মহামারীর হাত থেকে রক্ষা পেতে সকলের ব্যাপক সতর্কতা অবলম্বন করার বার্তা সহ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিলি করার কর্মসূচী পালিত হয়।
১৮ এপ্রিল ভাতার বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সি পি আই(এম) প্রার্থী নজরুল হক সমর্থনে কুড়মুন দীঘির পাড়ে নির্বাচনী জনসভা হয়, মুখ্যবক্তা ছিলেন যুব নেতা শতরুপ ঘোষ ।