জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর –


নিউজ চিন্তন, কল্পনা গুপ্ত, ২৩শে সেপ্টেম্বর – আজ সি পি আই (এম) পার্টির ডাকে মূল্যবৃদ্ধি ও কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে মিছিল ও পথসভা হয় পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন স্থানে – বর্ধমান শহর ১ নং এর ৮ নম্বর ওয়ার্ডে, রায়না ২ এ সেখানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নয়া কৃষি বিলের প্রতিবাদে আজ সিয়াইটিইউ বর্ধমান শহর দু’নম্বর এরিয়া কমিটির উদ্যোগে বিদ্যার্থী ভবন উচ্চ বালিকা বিদ্যালয়’র সামনে এক পথসভার আয়োজন করা হয়। এই পথসভায় সভাপতিত্ব করেন তুষার মজুমদার, বক্তব্য রাখেন অঞ্জন বিশ্বাস ও সৌভিক চট্টরাজ। উপস্থিত ছিলেন সি আই টি ইউ নেতৃত্ব তরুণ রায়, তড়িৎ ঘোষ ও অসংখ্য কর্মী সমর্থক।
করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কেন্দ্রের মোদী সরকার রেল, কয়লা বেচে দেওয়া, ২৬ টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করার সিদ্ধান্ত ও এসবিআই এর ৩০ হাজার কর্মচারীকে জোর পূর্বক সেচ্ছাঅবসর নেওয়ার চক্রান্ত করছে । এর বিরুদ্ধে আজ সারা দেশ ব্যাপী সি আই টি ইউ,বামপন্থী ট্রেড ইউনিয়ন, আই এন টি ইউ সি এর উদ্যোগে প্রতিবাদ কর্মসূচী হিসেবে সি আই টি ইউ বর্ধমান শহর ১ এরিয়া কমিটির পক্ষ থেকে কার্জনগেট থেকে বীরহাটা পার্বতী মাঠ পর্যন্ত মিছিল সংগঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন সি আই টি ইউ পূর্ব বর্ধমান জেলার নেতৃত্ব, ১২ জুলাই কমিটি, ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়ন সহ ট্রেড ইউনিয়নের নেতৃত্ব, কর্মী ও শ্রমজীবী মানুষ।

আজ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের ৩৭ তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বর্ধমান শহরে ও কাটোয়া শহরে প্রয়াত সন্তু দত্তর স্মরনে
রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবির উদ্বোধন করেছেন থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছোট্ট শিশু শ্রেয়া মালাকার । কাটোয়া শহরের রক্তদান শিবির উদ্বোধন করেছেন ডাক্তার বাণীব্রত আচার্য। এই শিবিরে ৬৫ জন রক্তদান করেছেন। এই শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক কৌশিক ব্যানার্জী, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা অরিন্দম কোনার এবং সি আই টি ইউ জেলা কমিটির পক্ষে তুষার মজুমদার।
প্রতিষ্ঠাদিবস উপলক্ষে আজ পূর্ব বর্ধমান জেলায় সংগঠনের প্রতিটি আঞ্চলিক অফিসে পতাকা উত্তোলন করা হয়।

আজ বিকালে ৪ টার সময় গুসকরা পূর্ব এরিয়া কমিটির গোপাল সায়ের আদিবাসী পাড়ায় একটি গ্রুপ সভা হয় । এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা কৃষক সভার নেতা আলমগীর মন্ডল, রবিন টুডু ও ব্লক কৃষক সভার নেতা আলোক কুমার মন্ডল। সভায় উপস্থিত ছিলেন বহু সংখ্যক আদিবাসী মহিলা ও পুরুষ। এই সভায় আলমগীর মন্ডল কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী যে অর্ডিন্যান্স উভয় সংসদে জোর করে পাস করেছে তার ক্ষতিকারক দিকগুলি বিস্তারিত আলোচনা করেন। এবং এই অর্ডিন্যান্স প্রত্যাহারের দাবিতে আগামী ২৫/৯/২০২০ তারিখে গুস্করার সমাবেশে, গ্রামের সকল মানুষকে অংশগ্রহণ করার জন্য আবেদন জানান। রবিন টুডু বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের আমলে আদিবাসীদেরকে কীভাবে বঞ্চিত করা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কি ভাবে বাড়ছে, শ্রমজীবী মানুষের উপর কি ভাবে আক্রমণ নামিয়ে আনছে।
সাথে সাথে ২৫/৯/২০২০ তারিখে সকলকে আন্দোলনে যুক্ত হওয়ার আবেদন জানান।

মেমারী-২ এলাকার বিজুর গ্রামে প্রাক্তন তৃণমূলী যারা এখন বিজেপিতে আশ্রয় নিয়েছে তারা বামপন্থী কর্মী দের হুমকি দেওয়ার প্রতিবাদে প্রতিরোধের ডাক দিয়ে আজ বিকালে বিজুর গ্রামে বিশাল মিছিল হয় এবং আগামী ২৮ শে সেপ্টেম্বর বিজুরের পার্টি অফিস উদ্বোধন ও সমাবেশে বক্তা থাকিবেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক কমরেড অমল হালদার। সেই সমাবেশকে সফল করতে এবং কেন্দ্রের কৃষি ও কৃষক বিরোধী বিলের প্রতিবাদে আগামী ২৫ শে সেপ্টেম্বর ২০২০ সাতগেছিয়া বাজারে অবরোধ কর্মসূচিকে সফল করতে ও কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিশাল মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুদেব ঘোষ এবং বাদল হেমব্রম।

আজ বিকাল ৪ টে থেকে চৈএপুর গ্রামে সুবল পাকড়ের স্মরণসভা অনুষ্ঠিত হলো। এই সভায় সভাপতিত্ব করেন শিশির মন্ডল। শোক প্রস্তাব পাঠ করেন অভিজিত চক্রবর্তী। বক্তব্য রাখেন অভিজিত কোঙার এবং অমল হালদার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।