জয়দেব ঘোষ: চিন্তন নিউজ:২১শে এপ্রিল:- সি পি আই এম’র ঘনিষ্ঠ দরদী ও সমর্থক উত্তম ভাওয়ালের জীবনাবসান। হুগলির ব্যান্ডেল জি টি রোড অঞ্চলে একটি বেসরকারি হাসপাতালে আজ সকালে জীবনদীপ নিভে যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৪বছর। প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্য ছিলেন উত্তম ভাওয়াল।সেখানে সাংগঠনিক কার্যক্রম ছিল গুরুত্বপূর্ণ। হুগলি চুঁচুড়া বইমেলার সদস্য ছিলেন। এছাড়া পি আর সি’র সাথেও যোগাযোগ ছিল উত্তম ভাওয়ালের।
বামপন্থী চেতনার মানুষ হিসেবে সি পি আই এম সহ বামপন্থী দলসমূহের প্রতিটি সভা, মিছিলের অন্যতম মুখ ছিলেন। সম্প্রতি নির্বাচনের প্রেক্ষিতে এলাকায় সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। পথসভা, নির্বাচনী মিছিল, সমাবেশে তাঁর উপস্থিতি ও উল্লেখযোগ্য কর্মব্যস্ততা স্মরণীয় হয়ে থাকবে। হুগলি চুঁচুড়া পুরসভার ৫ নং ওয়ার্ডের নাগরিকদের জন্য পুরসভার নাগরিক পরিষেবার জন্য আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।
তাঁর মৃত্যুতে এলাকায় অপূরণীয় ক্ষতি হলো।
উত্তম ভাওয়ালের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। শোকবিহ্বল পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।