জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত :২৯ শে ডিসেম্বর – সারা ভারতের জনপ্রিয় ভারতের ছাত্র ফেডারেশনের আজ ৫০ বছর অতিক্রম করার দিনটি উৎসাহের সঙ্গে পালন করা হলো। ছাত্রছাত্রীদের স্বার্থে ক্যাম্পাসে অধিকার রক্ষার লড়াইয়ের ঐতিহ্য বহন করে চলেছে ভারতের ছাত্র ফেডারেশন। তাই তাদের স্লোগান ‘ কলম যার ক্যাম্পাস তার’। শিক্ষা- সংগ্রাম- আত্মত্যাগের পথ ধরে স্বাধীনতা – সমাজতন্ত্র- গণতন্ত্রের ঠিকানা সন্ধান করে চলার দীর্ঘ ৫০ বছর, গর্বের ৫০ বছর তাই উদযাপিত হলো বর্ধমান স্টেশন থেকে পদযাত্রা, বাইক র‍্যালি, স্লোগানে মুখর, আদিবাসীদের ঘট মাথায় নিয়ে মিছিলে হাঁটার মধ্য দিয়ে। পদযাত্রা এসে প্রবেশ করলো বর্ধমান টাউন হলে। সেখানে পার্টির সকল স্তরের কর্মী, নেতৃত্ব, সমর্থকের ভরাট উপস্থিতি তাদের উষ্ণ অভিনন্দনে মিলিয়ে নিলো। মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা,রাজ্য সম্পাদকেরা। সভায় উপস্থিত ছিলেন বর্তমান এস এফ আই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, প্রাক্তনিদের মধ্যে অমল হালদার, অপূর্ব চ্যাটার্জি, কম. দীপঙ্কর, আভাস রায়চৌধুরী প্রমুখ। বর্তমান জেলা সম্পাদক অনির্বান রায়চৌধুরী ও জেলা সভাপতি বিশ্বরূপ হাজরার নেতৃত্বে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে সদস্য ও সংগীত শিল্পী আকাশের সংগীত পরবেশিত হয়। সকল প্রাক্তনিদের মধ্যে অমল হালদার, বিশ্বরূপ হাজরা, অপূর্ব চ্যাটার্জি, অনির্বান, সৃজন ভট্টাচার্য তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ ঈ জ্বালাময়ী বক্তৃতা দেন। অনুষ্ঠান শেষেও সংগীতের আয়োজন ছিলো। সব মিলিয়ে আজকের পদযাত্রা থেকে সমাবেশ যথেষ্ট শৃঙ্খলাময় ও সফল হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।