জেলা

এস‌এফ‌আই ৫০ উদযাপন রামপুরহাটে, প্রাক্তনী ও নবীনদের মেলবন্ধন


রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:২৯শে ডিসেম্বর:– ১৯৭০সালের ২৭-৩০শে ডিসেম্বর কেরালার ত্রিবান্দমে অনুষ্ঠিত রাজ্য সম্মেলনে জন্ম হয়ে আজ দীর্ঘ পথ পেরিয়ে ২০২০ তে এসে পাঁচ দশক পূরণ করলো এস.এফ.আই। সমস্ত শিক্ষার্থীদের স্বার্থে স্বাস্থ‍্যবিধি মেনে অবিলম্বে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলতে হবে, অবিলম্বে জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করতে হবে, দেশজোড়া কৃষক আন্দোলনের সমর্থনে ও কৃষকমারা কৃষি আইন প্রতাহার সহ বিভিন্ন দাবীতে আজ রামপুরহাটে এসএফআই এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়। গত এক মাস থেকেই চলছিল দেওয়াল জুড়ে লিখন, তৈরি হয়েছিল এলাকা ভিত্তিক সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনী-নবীন দের নিয়ে গ্রূপ, এর পাশাপাশি চলে বিভিন্ন এলাকায় টোটো প্রচার। ফলপ্রসূ আজ সেই উত্তাল ছাত্র রাজনীতির পথপ্রদর্শক এসএফআই এর বর্তমান ও প্রাক্তনী দের জমায়েত ছিল মনে দাগ কাটার মত।

নানা চড়াই-উৎরাই পেরিয়ে সংগঠনের ৫০বছর অতিক্রম করাকে সামনে রেখে বিভিন্ন প্রতিযোগিতাও রেখেছিল সংগঠনের বিভিন্ন লোকাল গুলি। কোথাও বসে আঁকো প্রতিযোগিতা, কোথাও ফটোগ্রাফির প্রতিযোগিতা, কোথাও আবার ক্যুইজ।

সংগঠনের শ্বেতপতাকা উত্তোলন পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গোটা রামপুরহাট শহর প্রদক্ষিণ করে শেষ হয় শোভাযাত্রা। সেখানে ছাত্ররা স্লোগান তোলে শিক্ষায় বেসরকারিকরন, গৈরিকী করনের বিরুদ্ধে, ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির বিরুদ্ধে ও শিক্ষা শেষে চাকরির দাবীতে। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য নবনীতা চক্রবর্তী, জেলা সম্পাদক ওয়াসিফ ইকবাল, ও সভাপতিত্ব করেন জেলা সভাপতি দেবাশীষ সরকার ।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।