চিন্তন নিউজ: ভাস্কর রায়ঃ-আজ তারিখে বামফ্রন্টের উদ্যোগে গোঘাট এক নম্বর ব্লকে গোঘাট এক নম্বর এরিয়া কমিটির অফিস থেকে মিছিল বের হয়ে রেজিস্ট্রী অফিস হয়ে থানা মোড় থেকে বকুলতলায় শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক এর পক্ষে মুক্তোরাম ধাউড়ে ,সি পি আই (এম)এর পক্ষে তরুন ঘোষ, ভাস্কর রায়। সারা ভারত ফরোয়ার্ড ব্লকের জেলা সম্পাদক শিবপ্রসাদ মালিক উপস্থিত ছিলেন। পথসভায় সভাপতিত্ব করেন জাকির হোসেন।
গোঘাট দুই নম্বর ব্লকে বামফ্রন্টের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। কামারপুকুর দুই নম্বর এরিয়া কমিটির অফিস থেকে মিছিল শুরু হয়ে বিডিও মোড় ঘুরে কামারপুকুর চটিতে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সিপিআই(এমে)র পক্ষে দেবু চ্যাটার্জি ,অরুণ পাত্র ,দীপক লাহা ,সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষে নিরঞ্জন পন্ডিত। সভায় সভাপতিত্ব করেন সত্য সাধন ঘোষ।
তারকেশ্বরের চাউলপট্টিতে বামপন্হী গণসংগঠন সমূহের উদ্যোগে কেন্দ্র ও রাজ্য সরকারের দূর্নীতির বিরুদ্ধে,দেশের সম্প্রীতি ধর্মনিরপেক্ষতাকে বিনষ্ট করার বিরুদ্ধে , ফসলের নায্য দাম ১০০ দিনের কাজ ও বকেয়া মজুরীর দাবীতে পথসভা অনুষ্ঠিত হয়। পসভায় বক্তব্য রাখেন হুগলী জেলা কৃষক সভার সম্পাদক কমরেড স্নেহাশীস রায়, সি আই টি ইউ তারকেশ্বর সম্বন্বয় কমিটির সম্পাদক কমরেড সুভাষ পাল,SFI হুগলী জেলা সম্পাদক কমরেড সৌমেন মুখার্জী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন সি আই টি ইউ তারকেশ্বর সম্বন্বয় কমিটির সভাপতি কমরেড মুকুল ঘোষ।
পার্থ চ্যাটার্জীঃ-রাজ্য সরকারি কর্মচারী সমিতি হুগলী জেলা কমিটির আহ্বানে আজ বিশিষ্ট সংগীত শিল্পী ও সুরকার প্রয়াত সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ স্মরণে চন্দননগর কালীচরণ ঘোষ স্মৃতি ভবনে একটি কর্মসূচি আয়োজিত হয়। গান আবৃত্তি বক্তব্যের মাধ্যমে।
আজ চন্দননগরে বাগবাজার মোড়ে বামফ্রন্টের ডাকে কেন্দ্র ও রাজ্য সরকারের দূর্নীতি স্বজন পোষন মহিলাদের ওপর অত্যাচার এবং রাজ্য সরকারের লুঠতরাজের বিরুদ্ধে পথসভা অনুষ্ঠিত হলো। আজকের সভায় সভাপতিত্ব করলেন কমরেড বিশ্বনাথ বন্দোপাধ্যায়। বক্তব্য রাখেন তিমির বরণ ভট্টাচার্য কমরেড সুচন্দা দত্ত কমরেড ঐক্যতান দাশগুপ্ত সহ অন্যান্য বক্তারা। বহু পার্টি কর্মী সহ পথচারী আজকের সভায় উপস্থিত ছিলেন।
সুব্রত দাশগুপ্তঃ-ডানলপ বাঁশবেরিয়া চন্দ্রহাটি এলাকায় বামফ্রন্টের তরফে আজকে হংসেশ্বরী মোড়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় বামফ্রন্টের বক্তারা বক্তব্য রাখেন।বক্তব্য রাখেন কমরেড সুব্রত দাশগুপ্ত, কমরেড প্রীতম চৌধুরী, সঞ্জয় গুহ (সিপিআইএম),ডাক্তার প্রণব ঘোষ (ফরওয়ার্ড ব্লক)।
অশোক গাঙ্গুলিঃ-গত ২৮ শে জানুয়ারি চন্দননগর ১৭নং ওয়ার্ড- একটি পরিবারের আয়োজনে যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চন্দননগর শক্তি সংঘের প্লাটিনাম জুবিলী সভাগৃহে অনুষ্ঠিত হলো। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী রবীন্দ্রনাথ দাস। প্রাক্তন বিধায়ক শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিবেশন করেন সুপর্ণা দে বারিক, নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী অদ্রেয়ী দে, নৃত্য শিল্পী সৌমিলী ভড়। ওয়ার্ডের পৌর প্রতিনিধি আগামীদিনের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। উপস্থিত ছিলেন ওয়ার্ড দর্পণ পত্রিকার সম্পাদক শ্রীহীর সুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বর্ষীয়ান চিত্রশিল্পী রনেন্দ্র কুমার চট্টোপাধ্যায়ের।
দেবারতি বাসুলীঃ-আজ সিঙ্গুর দক্ষিন এরিয়া কমিটি (বামফ্রন্টের) উদ্যোগে সিঙ্গুর স্কুল মোড়ে পথসভা সংগঠিত হয়। বক্তব্য রাখেন এরিয়া কমিটির সদস্য দেবকুমার পাল,মিনহাজ আহমেদ, যুব নেতৃত্ব উজ্জ্বল খামারু,সিপিআই নেতৃত্ব শ্যামল ব্যানার্জী,শ্রমিক নেতৃত্ব তরুণ দাস। সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সদস্য সুগত কর। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক অভিজিৎ সাঁতরা,প্রবীণ নেতৃত্ব অমর চন্দ্র,মিতালী চ্যাটার্জী সহ এরিয়া কমিটির সদস্য ও কমরেডবৃন্দ।
আজ পাণ্ডুয়া এরিয়া কমিটির অভ্যন্তরে মন্ডলাই বাজারে সভা অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন কম:আমানুল হক,বক্তব্য রাখেন পার্টি রাজ্য কমিটি সদস্য কম:মনোদীপ ঘোষ,রামকৃষ্ণ রায়চৌধুরী,আমজাদ হোসেন,সায়ান্তন ঘোষ,সুদীপ্ত চক্রবর্তী,তারক জয়সওয়াল প্রমূখ।
আজ ৯ /৩/২৪ তারিখে বামফ্রন্টের উদ্যোগে পুড়শুড়া দক্ষিণ এরিয়া কমিটিতে প্রতিবাদ সভা করা হয়। সভায় , সভাপতি অসীম সরকার, বক্তব্য রাখেন বিমল সিংহরায়,আসগার আলি,সুব্রতা আদক, রামকৃষ্ণ মন্ডল, অদ্বৈত সামন্ত, অর্চনা মন্ডল ও ফারুক আহমেদ হোসেন । এই প্রতিবাদ সভায় অনেক কর্মী উপস্থিত ছিলেন ফারুক আহমেদ লস্কর।
শঙ্খশুভ্র চক্রবর্তীঃ-ভারতের কমিউনিস্ট পাটি (মার্কসবাদী)
মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটির উদ্যোগে
আজ শনিবার বৈকাল ৫-৩০মিঃ বামফ্রন্টের ডাকে মগরা শহীদ স্মৃতি ভবন থেকে মিছিল শুরু হযে মগরা স্টেশন হয়ে আবার মগরা শহীদ স্মৃতি ভবনে শেষ হয় , কমবেশি দুই শতাদিক মানুষ অংশ গ্রহণ করেন।
সোমনাথ ঘোষঃ-শহীদ কমরেড আনারুল ইসলামের পরিবারকে সাহায্যার্থে চন্ডীতলা ১ নং ব্লক কৃষক সভা এলাকার মশাট বাজারে অর্থ সংগ্রহ।
উপস্থিত ছিলেন কম সোমনাথ ঘোষ, কম অশোক নিয়োগী, কম আশীষ চ্যাটার্জি, কম সঞ্জয় ঘোষ, কম সন্তোষ ঘোষ সহ অন্যান্যরা ।
সোমনাথ করঃ-ব্যাণ্ডেল-কোদালিয়া বামফ্রন্টের উদ্যোগে আজ ০৯ই মার্চ ২০২৪ বিকেলে ব্যাণ্ডেল মোড় হতে রবীন্দ্রনগর বাজার পর্যন্ত্য মিছিল সংগঠিত করা হয়। মিছিলে দ্রব্যমূল্য বৃদ্ধি, সন্দেশখালির মানুষের উপর অত্যাচার সহ বিভিন্ন দাবীত স্লোগান দেওয়া হয়। সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ফরওয়ার্ড ব্লকের নেতা ডঃ প্রণব ঘোষ, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য কমরেড সৈকত সোঁ। সভাটি পরিচালনা করেন কমরেড বিশ্বজিত রায়।