রাজ্য

দেশের করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউএর জেরে আবার স্কুল বন্ধ, স্থগিত পরীক্ষাও।


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:২১শে এপ্রিল:– দেশের করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউএর প্রভাবে আবার স্কুল বন্ধ। কোন পরীক্ষা বাতিল হচ্ছে আবার কোন পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আজ সকালেই দশম শ্রেণীর আই সি এস সি পরীক্ষা বাতিল এবং আই এস সি পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে বলে সুত্রের খবর।

মাঝখানে কিছুদিন স্কুল খুলেছিল কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ আবার বেলাগাম।তাই প্রথম বন্ধ স্কুল-কলেজ। এভাবে ছাত্র-ছাত্রীদের প্রথম বা দ্বিতীয় পরীক্ষা ছাত্র-ছাত্রীদের জীবনের। রাজ্যসরকার বা কেন্দ্রীয় সরকার যতনা করোনা ভাইরাস সংক্রমণের কারণে ব্যস্ত তার থেকে ব্যস্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে।। গত দশ বছর শুনে গেল রাজ্যবাসী রাজ্যে প্রচুর পরিমাণে সুপার স্পেলালিটি হাসপাতাল সৃষ্টি করা হয়েছে সরকার থেকে বারবার জানানো হয়েছে। কিন্তু সেগুলো কোথায়?

ভয়ঙ্কর করোনা সংক্রমণ পরিস্থিতিতে এ রাজ্যের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা এখন হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সরকারের নির্দেশে আজ থেকেই গরমের ছুটি শুরু এমনকি শিক্ষক শিক্ষিকাদেরও স্কুলে আসতে হবে না।

এদিকে বেলাগাম সংক্রমণের জেরে স্বগিত হয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা।। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত এই পরীক্ষা স্বগিত থাকবে বলে সংবাদ সুত্রের খবর। এদিন এন টি এর তরফে জানানো হয়েছে পরীক্ষা যখন হবে তার পনেরো দিন আগে জানানো হবে। একই সঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে পিজি ২০২১ সালের পরীক্ষাও।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।