রাজ্য

-কলকাতার খবর আজকে


চিন্তন নিউজ:২৪শে ডিসেম্বর:- -কাকলি চ্যাটার্জি—ইষ্টার্ণ রেলওয়ে মেনস ইউনিয়নের ১০০ বছর পূর্তি পালন করা হয় যথাযথ মর্যাদায়। কোনোরকম আপস না করে কর্মচারী ও যাত্রীদের সুবিধার্থে কাজ করে চলেছে নিরলসভাবে। বর্তমান সরকারের অগণতান্ত্রিক, স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ঐক্যবদ্ধ সংগ্ৰামী বন্ধুরা।

সিপিআই(এম) টালীগঞ্জ ২ এরিয়া কমিটির উদ্যোগে নেতাজীনগরে(৯৮ নং ওয়ার্ড) দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং কালা আইন অবিলম্বে বাতিলের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়।

গতকাল সিপিআই(এম)রাসবিহারী (১) এরিয়া কমিটির উদ্যোগে দিল্লির রাজপথে লড়াকু কৃষকদের প্রতি সমর্থন জানিয়ে পথসভা অনুষ্ঠিত হয় কেয়াতলা লেক ক্যাম্প এলাকায়।

তাপমাত্রার পারদ ছুঁয়েছে তিন ডিগ্ৰী, ৩০ জন কৃষক মৃত্যুবরণ করেছেন ঠান্ডার প্রকোপে। পিছিয়ে আসেননি, কোনো চাপের কাছে নতিস্বীকার না করে কৃষকবিরোধী কালা বিল বাতিলের জন্য লড়াইয়ের ময়দান আঁকড়ে পড়ে আছেন। শিশু, মহিলা, বৃদ্ধ-বৃদ্ধারাও আপোষহীন লড়াইয়ে! আজ সিপিআই(এম) কাশীপুর- বেলগাছিয়া ১ এরিয়া কমিটি কৃষকদের সংহতি জানিয়ে ১ নং ওয়ার্ডে পথসভার আয়োজন করেন।

দেবী দাস জানান, ভারতের কমিউনিস্ট পার্টি (মা) বালীগঞ্জ এরিয়া (২) কমিটি ৬৯/৮৫ নং ওয়ার্ডের উদ্যোগে কালা কৃষি বিলের বিরুদ্ধে যৌথভাবে দিল্লির কৃষকদের লড়াই কে সমর্থন করে ত্রীধারায় পথসভা হয়। ও সাধারণ মানুষেরাও সেখানে এই দাবিকে সমর্থন করে জমায়েত করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।