জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত ১৭ ই সেপ্টেম্বর – আগামী ২২, ২৩ ও ২৪ শে সেপ্টেম্বর থেকে যথাক্রমে এল‌এলবি, এল‌এল‌এম প্রথম ও দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সেমিস্টার ও এমপিইডি এর পরীক্ষা শুরু হচ্ছে এবং সেখানে বলা হয়েছে যে পরীক্ষা অনলাইন মাধ্যমে ওপেন বুক সিস্টেমে হবে এবং পরীক্ষার প্রতিদিন পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট আগে প্রশ্ন পত্র পরীক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে সেই প্রশ্ন পত্র বিতরণ করা হবে, পরীক্ষার নির্ধারিত সময় শেষ হবার পর পরীক্ষার্থীদের সেই উত্তর পত্র কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মেলের মাধ্যমে জমা দেবার জন্য অতিরিক্ত ২ ঘন্টা সময় দেবে এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই উত্তর পত্র জমা করতে হবে এবং একই সাথে এটিও এখানে উল্লেখ্য যে পরীক্ষা গ্রহণ অনলাইন ছাড়া অন্য কোনো বিকল্প মাধ্যমে অর্থাৎ অফলাইন মাধ্যমে পরীক্ষার্থীদের এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের কথা কোনো উল্লেখ নেই। ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে পরীক্ষা গ্রহনের বিরোধিতা করছেনা কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য যে পদ্ধতির কথা গত ১৪ ই সেপ্টেম্বরের নোটিশে উল্লেখ করেছে তা সম্পূর্ণ রূপে অপরিকল্পিত ও অবিবেচিত সিদ্ধান্ত বলে মনে করিছে। পরীক্ষা গ্রহণের এই সিদ্ধান্তের মধ্যে পরীক্ষার্থীদের স্বার্থও রক্ষিত হয়নি এবং তারই সাথে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে এই নোটিশ এর বেশ কিছু বিষয় পরিবর্তনের দাবী জানানো হচ্ছে যথা সংগঠন এর পক্ষ থেকে জানাচ্ছে যে অবলম্বে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কে অনলাইন পরীক্ষা গ্রহণ পাশাপাশি অফলাইন পরীক্ষা গ্রহনের বিকল্প পদ্ধতি তে পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে, পরীক্ষার্থীদের উত্তর পত্র জমা দেবার জন্য অতিরিক্ত সময় মাত্র ২ ঘন্টার পরিবর্তে স্নাতক স্তরের পরীক্ষার মতন বর্ধিত করে ২৪ দিতে হবে, এবং এক্ষেত্রেও অনলাইনের পাশাপাশি অফলাইন পদ্ধতিতেও জমা করার সুযোগ দিতে হবে, পরীক্ষা শুরু হবার ৩০ মিনিটের আগে প্রশ্ন পত্র পরীক্ষার্থীদের দেবার সময় বৃদ্ধি করে অন্তত ৪ ঘন্টা আগে প্রশ্ন পত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে আপলড করতে হবে, এবং একই সাথে পরীক্ষা গ্রহনের এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একক ভাবে গ্রহণ না করে পরীক্ষার্থীদের মতামতকেও যথার্থ ভাবে প্রাধান্য দেবার দাবী জানাচ্ছে। অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট পরিসেবার প্রয়োজন হয় তা যেন সকল পরীক্ষার্থীদের থাকে তা নিশ্চিত আর কোনো পরীক্ষার্থীর এগুলি না থাকে তার ব্যবস্থাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে করতে হবে আর যদি কোনো কারণে কোনো পরীক্ষার্থী ডিজিটাল ডিভাইস বা ইন্টারনেট পরিসেবার অভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারে তাহলে সেই দায় সম্পূর্ণ ভাবে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কে গ্রহণ করতে হবে।

বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট দাবি গুলি নিয়ে উপাচার্যের কাছে গত কাল ইমেল আকারে ডেপুটেশন পত্র দিয়েছে ছাত্র সংগঠন এবং আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এল‌এল‌এম বিভাগের পরীক্ষার্থীরা এই দাবির ভিত্তিতে উপাচার্যের কাছে ডেপুটেশন প্রদান করেছে। ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে পরীক্ষার্থীদের এই দাবিকে সংহতি জানাচ্ছে এবং আগামীদিনে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দাবী না মানলে আগামীদিনে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানাবে।এক প্রেস বিবৃতিতে এস এফ আই জেলা সম্পাদক অনির্বান রায়চৌধুরী ও সভাপতি বিশ্বরূপ হাজরা উল্লিখিত কথাগুলি জানান।

আজ সিপিআই(এম) ও ডিওয়াইএফ‌আই এর যৌথ উদ্যোগে কালনা ২ এর আঙ্গারসোন এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি, অপরিকল্পিত কৃষিনীতির বিরুদ্ধে, বেকারদের কাজের দাবিত, নতুন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে পথসভা করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন নারান মুর্মু। বক্তব্য রাখেন ডি ওয়াই এফ আই কালনা ২ নং আঞ্চলিক কমিটির সম্পাদক গৌতম হালদার, ডি ওয়াই এফ আই এর রাজ্য কমিটির সদস্য হালিম সেখ , এছাড়াও বক্তব্য রাখেন এরিয়া কমিটির সদস্য জয়দ্বীপ ভট্রাচার্য্য , মহাদেব মন্ডল, আব্দুল কায়েম সেখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।