দেশ

তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন, বরাতে টাটা গোষ্ঠী।


গোপা মুখার্জী : চিন্তন নিউজ:১৮ ই সেপ্টেম্বর: ভয়াবহ করোনা অতিমারীতে ধুঁকছে দেশ, লকডাউনের জেরে কাজ খুইয়েছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক …..তাদের সুরাহা দিতে সরকারের কাছে টাকা নেই। এহেন পরিস্থিতিতে দিল্লিতে মোদী সরকার নতুন সংসদ ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ।

গত মঙ্গলবারই এ নিয়ে সংসদে প্রশ্ন উঠেছিল কেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এই কঠিন অর্থনৈতিক সংকটের সময় ২০হাজার কোটি টাকা খরচ করে দিল্লির রাজপথ সংলগ্ন দুপাশের এলাকা ঢেলে সাজাতে চলেছেন?
কিন্তু এই প্রশ্নকে তুড়ি মেরে কেন্দ্রীয় পূর্ত দফতর নতুন সংসদ ভবন নির্মাণের ফিনান্সিয়াল দরপত্র খুলে ফেললো ।এই দরপত্রের জন্য সাতটি সংস্থা নির্দিষ্ট হয়েছিল ।তাদের মধ্যে সবচেয়ে কম ৮৬১.৯১ কোটি টাকার দর হেঁকে টাটা গোষ্ঠী বরাতটি জিতে নিল ।

সংবাদ সূত্রে জানা গিয়েছে, বর্তমান সংসদ ভবনের পাশেই প্রায় ৯.১ একর জমির উপর নতুন সংসদ ভবনটি ত্রিভুজাকারে তৈরি করা হবে । প্রায় ৯০০কোটি ব্যয়ে নির্মিত এই নতুন সংসদ ভবনে লোকসভায় ৯০০ জন ও যৌথ অধিবেশনে অন্তত ১৩৫০ জন বসার ব্যবস্থা থাকবে ।আগামী দু’বছরের মধ্যে কাজটি সম্পন্ন করা হবে বলেও জানা গিয়েছে ।

এ প্রসঙ্গে উল্লেখ্য, বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা ৫৪৩ জন।দেশের জনগণ বৃদ্ধির সাথে সাথে লোকসভার আসন সংখ্যা বাড়ার কথা কিন্তু ১৯৭১ এর জনগণনার পর থেকে আসন সংখ্যা একই রয়েছে । কাজেই বর্তমান কঠিন পরিস্থিতিতে তড়িঘড়ি করে এইরকম তুঘলকি সিদ্ধান্ত নেওয়াটা বোধ করি এই সরকারের পক্ষেই সম্ভব ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।