জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১০ ই মার্চ ২০২১ – আজ বিকেলে ৫ টার সময় মুজফফর আহমেদ ভবন থেকে সংযুক্ত মোর্চার পরবর্তী প্রার্থীতালিকা প্রকাশিত হলো। আমরাই বিকল্প, আমরাই ভবিষ্যৎ – এই স্লোগান নিয়ে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে জেলার সর্বত্র।

আসন্ন বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সি পি আই ( এম) প্রার্থীর তালিকা প্রকাশিত হলো।
খন্ডঘোষ – অসীমা রায় – সিপি আই এম।
বর্ধমান দক্ষিণ – পৃথা তা- সিপি আই এম।
রায়না- বাসুদেব খান – সিপি আই এম।
জামালপুর- সমর হাজরা- সিপি আই এম।
কালনা- নীরব খান- সিপি আই এম।
মেমারি- সনৎ ব্যানার্জি – সিপি আই এম।
বর্ধমান উত্তর – চন্ডীচরন লেট- সিপি আই এম।

ভাতার- নজরুল হক- সিপি আই এম।
পূর্বস্থলী দক্ষিণ – কংগ্রেস
পূর্বস্থলী উত্তর – প্রদীপ সাহা- সিপি আই এম।
কাটোয়া – কংগ্রেস
কেতুগ্রাম- মিজানুর করিম- সিপি আই এম।
মঙ্গলকোট-সাহজাহান চৌধুরী – সিপি আই এম।
আউসগ্রাম( তফ)- চঞ্চল মাঝি- সিপি আই এম।
গলসী(তফ)- নন্দ পন্ডিত- ফরওয়ার্ড ব্লক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।