দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ:১০ই মার্চ– দ্বিতীয় দফায় বাম ও সংযুক্ত মোর্চার প্রার্থী ঘোষণার পর রাজগঞ্জ সংরক্ষিত কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী রতন রায় প্রচারে নেমে পড়লেন। এই কেন্দ্রে ২০০৯ সালের উপনির্বাচন থেকে জয়ী হয়ে আসছে তৃণমূল কংগ্রেসের এমএলএ খগেশ্বর রায়। প্রার্থী ঘোষণার পর এবার বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থীকে নিয়ে ক্ষোভ রয়েছে মানুষের। এর মাঝে সংযুক্ত মোর্চার প্রার্থী রতন রায়ের নাম ঘোষণা হওয়ার খুশি ছাত্র-যুব রাজগঞ্জের সর্বস্তরে পার্টি কর্মীরা।
রতন রায় ডিওয়াইএফআই রাজগঞ্জ জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক বর্তমানে তিনি শ্রমিক-কৃষক আন্দোলনের সাথে যুক্ত চা শ্রমিক রতন রায় পার্টির এরিয়া কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে কাস্তে হাতুড়ি তারা প্রতীকে লড়াই করে তৃণমূল প্রার্থীকে পরাজিত করে রাজগঞ্জের বাম আন্দোলনের হৃত গৌরব ফিরিয়ে আনতে কোমর বেঁধে নেমে পড়লেন রতন।