জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- চৈতালি নন্দীঃ– ১৯৫১ সালের ১৫ নভেম্বর স্থাপিত হবার পর থেকে এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের একটি অন্যতম উদ্যোগ হল দেশের সংগঠিত শ্রমিকশ্রেণীকে প্রতি মাসে পেনশন প্রদান করা । অত্যন্ত প্রয়োজনীয় এই উদ্যোগটি নেওয়া হয়েছিল আমাদের দেশকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করার পরের বছরই । কিন্তু দুঃখের বিষয় হল যে অঙ্কের পেনশন প্রতি মাসে শ্রমিকদের দেওয়া হয়, তা কেবলমাত্র লজ্জাজনকই নয়, সেই পরিমাণ অর্থ দিয়ে একজন অবসরপ্রাপ্ত শ্রমিক এবং তাঁর পরিবার কিভাবে খেয়ে পরে বেঁচে আছেন তা রীতিমতো বিস্ময়ের ব্যাপার । আজ থেকে মোটামুটি ৮ বছর আগে এই ই.পি.এফ. পেনশনের ন্যুনতম অঙ্ক নির্ধারিত করা হয়েছে মাসিক মাত্র এক হাজার টাকা । তারপর থেকে বিফলে গিয়েছে বহু আবেদন নিবেদন । কোন হেলদোল দেখা যায়নি সংশ্লিষ্ট কোন মহলে ।

এমত অবস্থায় আমাদের শহরের প্রান্তদেশে অবস্থিত এবং এই মুহূর্তে বন্ধ হয়ে পড়ে থাকা গোন্দলপাড়া জুটমিলের নারী শ্রমিক এবং শ্রমিক পরিবারের সদস্যরা দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে এই পেনশনের দেয় অর্থের পরিমাণ বাড়ানোর জন্য একটি আবেদনপত্র পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন ।

আজ ৩০ সেপ্টেম্বর ২০২২ সকাল সাড়ে দশটার সময়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চন্দননগর শাখার সামনে জড়ো হয়ে তাঁরা একযোগে এই আবেদনপত্রটিতে সাক্ষর করলেন এবং এই বিষয়ে একটি গণ সাক্ষর অভিযানও চালালেন । চন্দননগরের সংবেদনশীল নাগরিক এই আবেদনপত্রটিতে সাক্ষর প্রদান করে অসহায় শ্রমিকদের এই ন্যায্য দাবির প্রতি তাঁদের সমর্থন জ্ঞাপন করেন ।এই কর্মসূচির পর সবুজের অভিযান বড়বাজার -এর ক্লাব প্রাঙ্গণ থেকে শিশু রক্ষা ও নারী ক্ষমতায়ন মঞ্চের পক্ষ থেকে আসন্ন শারদোৎসব উপলক্ষে প্রায় ৩০০ জন নারী শ্রমিকদের হাতে কিছু বস্ত্র সামগ্রী তুলে দেওয়া হয় । অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক ডঃ কুনাল সেন । বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক রতন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর রাজেশ জয়সোয়ারা, শ্রমিক কল্যাণ সমিতির উপদেষ্টা বিশ্বজিৎ মুখোপাধ্যায় । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ অলোক রায় চৌধুরী, ডাঃ শিপ্রা রায় চৌধুরী, অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, শুভ্রাংশু কুমার রায় প্রমুখ বিশিষ্ট জন।

সুদীপ্ত সরকারঃ-২০১৩ সালে তৎকালীন বিডিও ফুরফুরার প্রধান কমরেড প্রীতিকণা সিংহরায়ের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন। গত ২৬শে সেপ্টেম্বর শ্রীরামপুর আদালত কমরেড প্রীতিকণা সিংহরায়কে বেকসুর খালাস ঘোষণা করেছেন।
আমাদের কমরেড আমাদের গর্ব। আজ ফুরফুরা অঞ্চল গণসংগঠনসমূহের সমণ্বয় কমিটির আহ্বানে তালতলাহাটে পথসভা অনুষ্ঠিত হল। পথসভায় বক্তব্য রাখেন কমরেড সুদীপ্ত সরকার, সঞ্জয় ঘোষ, মুশা হালদার, সোমেন মুখার্জী ও কমরেড প্রীতিকণা সিংহরায়। সভাপতিত্ব করেন কমরেড মহবুবর রহমান। উপস্থিত ছিলেন কমরেড সামশুল আরেফিন, সুদীপ্ত ঘোষ, তপন রায়, হরপ্রসাদ সিংহরায়, মানস চ্যাটার্জী, রওসন মল্লিক,পবিত্র সিংহরায়, রঘুনাথ ঘোষ, মুন্সী আব্দুস সাত্তার, অজিত ঘোষ সহ গণসংগঠনসমূহের নেতৃত্ববৃন্দ। প্রাক্তন প্রধানের মিথ্যা অভিযোগ থেকে রেহাই পাওয়ার ঘটনায় ফুরফুরার সাধারণ মানুষের মধ্যে আবেগ ও উদ্দীপনা লক্ষ্যনীয়।

স্নেহাশীষ রায়ঃ-ভারতের কমিউনিস্ট পার্টি মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটি র উদ্যোগে মগরা এস বি আই ব্যাঙ্কের সামনে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে মার্কসীয় বুক স্টলের উদ্বোধন করেন গন আন্দোলন এর নেতা প্রাক্তন বিধায়ক বিশিষ্ট শিক্ষক কমরেড আশুতোষ মুখোপাধ্যায়। বক্তব্য রাখেন পার্টির হুগলি জেলা কমিটির সদস্য কমরেড প্রদীপ সাহা। উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক কমরেড বাবলু ঘোষ । সভায় সভাপতিত্ব করেন প্রবীন পার্টি নেতা কমরেড শরদিন্দু গুপ্ত।

আশীষ দেঃ-প্রতি‌বছরের‌ মতো এবছরও কোন্নগর‌ নবগ্রাম পাঠচক্রের উদ্যোগে শারদীয়া বুক‌ স্টলের‌ আয়োজন করা হয়েছে।‌আজ‌ ০১/১০/২০২২ তারিখ
নবগ্রাম মহাদেশ‌ পরিষদের সামনে আয়োজিত এই‌ বুক‌ স্টলের‌ আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ‌।নবগ্রাম পাঠচক্রের শারদীয়া পত্রিকা ঈক্ষন‌ আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবীন‌ কমিউনিস্ট নেতা কমরেড রমাপ্রসন্ন‌ ভট্টাচার্য্য।

ঝুমা শীলঃ-ষষ্ঠীর সন্ধ্যা নবগ্রাম এক নং শাখার বৈদ্যবাটি – শেওড়াফুলি এরিয়া কমিটি শারদীয়া মার্কসীয় প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্র আজ উদ্বোধন হল।

সন্দীপ সিংহঃ-পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ভ্রাম্যমান পুস্তক বিক্রয় শুরু হলো….
ভ্রাম্যমান পুস্তক বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন মাননীয় অভিজিৎ চক্রবর্তী মহাশয় বর্ধমান বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের অধ্যাপক।

সোমনাথ ঘোষঃ- ১৯৭১ সাল থেকে শুরু করে নিরবিচ্ছিন্ন ভাবে চলা শিয়াখালার মার্কসিয় সাহিত্য বিক্রয় কেন্দ্র এবার ৫২ বর্ষে পদার্পণ করলো ।
স্টলের উদ্বোধন করেন চন্ডীতলা এরিয়া কমিটির প্রবীণ সদস্য কমরেড রঘুনাথ ঘোষ।
মার্কসিয় সাহিত্যের গুরুত্ব ব্যাখা করে বক্তব্য রাখেন চন্ডীতলা ১ এরিয়া কমিটির সম্পাদক কমরেড সঞ্জয় ঘোষ, এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড সোমনাথ ঘোষ।
উপস্থিত ছিলেন কমরেড আশীষ চ্যাটার্জি, কমরেড পুষ্প পাত্র, কমরেড শুভদ্বীপ রায়, কমরেড তপন ব্যানার্জী, কমরেড কিশোর ভট্টাচার্য্য, কমরেড তাপস ঘোষ, কমরেড লোকনাথ ঘোষসহ অন্যান্যরা ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।