রাজ্য

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৪ ই ফেব্রুয়ারি -গতকাল রাজনৈতিক সন্ত্রাসে, হিংসা, সাম্প্রদায়িক ক্ষত ইত্যাদি পরিস্থিতিকে দূরে সরিয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির ২৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো জামালপুর বাসস্ট্যান্ডে সংলগ্ন মহাপ্রভু লজে। মিছিল শেষে পতাকা উত্তোলনের পর শহীদ বেদীতে মাল্যদান হয়। অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন বিধায়ক সমর হাজরা। মেমারি নতুন বাসস্ট্যান্ডে বক্তা সুজন চক্রবর্তী, অমল হালদার, অভিজিৎ কোঙার, সনৎ ব্যানার্জি ছিলেন আগামী ২৮ শে ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ সফল করার আহবানে।

গতকাল কালনা ১ এরিয়া অফিস ইনচার্জ সর্বক্ষণের কর্মী প্রয়াত কমরেড খগেন রায়ের স্মরণে স্মরণ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জুকর, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুকুল শিকদার, জেলা কমিটির সদস্য আলিম শেখ, বর্ষীয়ান নেতা বীরেন ঘোষ।প্রয়াত খগেন রায়ের স্ত্রীর হাতে জেলা ও এরিয়ার পক্ষ থেকে কিছু অর্থ তুলে দেওয়া হয়।

আজ কেতুগ্রাম ১ এরিয়া কমিটির ফুটিসাঁকো থেকে পানডুগ্রাম পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার, ২০টি বুথ এলাকায় গাড়ীতে এবং পদযাত্রায় তৃণমূলী সন্ত্রাসের গ্রামগুলিতে জনবিরোধী কৃষিবিলের, বিদ্যুত্ বিলের , পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জাঠা পরিক্রমা করলো। জাঠায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য তমাল মাঝি, এরিয়া কমিটির সম্পাদক আনসারুল হক, আবুল কাদের ।

ভারতের কমিউনিস্ট পার্টি(মার্ক্সবাদী), পলসোনা শাখার উদ্যোগে দাস্তির বাজারে আজ সন্ধ্যায় পুলওয়ামার শহীদ ও দিল্লীর কৃষক আন্দোলনে এখন পর্যন্ত দু শতাধিক শহীদ কৃষক স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।