রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

হুগলী, বাগহাটি কলেজে শিক্ষা – র পরিবেশ ফিরিয়ে আনতে SFI পথে নামলো।


স্বাতী শীল: চিন্তন নিউজ: ১লা নভেম্বর:—হুগলী, বাগহাটি কলেজে শিক্ষা – র পরিবেশ ফিরিয়ে আনতে SFI পথে নামলো। হুগলি জেলার অন্তর্গত মগড়ার বাগাটিতে গড়ে ওঠা শ্রী গোপাল ব্যানার্জি কলেজ বা বাগাটি কলেজ একটি অতি গুরুত্বপূর্ণ কলেজ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই কলেজের বিজ্ঞান বিভাগ অত্যন্ত জনপ্রিয়।১৯৫৮ সালের ২১ শে জুলাই গড়ে ওঠা,বহু ইতিহাসের সাক্ষ্য বহন করা এই কলেজ বর্তমান পরিবর্তনের যুগে ভালো নেই। বর্তমানে এই কলেজের পড়াশোনার পরিবেশ প্রায় নেই বললেই চলে।টিএমসিপি এবং এবিভিপি র পারস্পরিক সংঘর্ষে এই কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে কলেজের হৃত সম্মান পুনরুদ্ধারের লড়াইতে শামিল হয়েছে এস এফ আই।

২০১০ সালে শেষ বার এই কলেজে ভোট হয়।সেই বছর ভোটে জিতেছিল এসএফআই। তারপর থেকে সুদীর্ঘ ৮বছর ধরে এসএফআইকে নিষিদ্ধ করে রাখা হয়েছে এই কলেজে।বিগত ৮ বছর ধরে কোনো ভোট হতে দেয়নি টিএমসিপি। সুদীর্ঘ ৮বছর পর পুনরায় বিভিন্ন দাবি নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে এসএফআই।বাগাটি কলেজে ইতিমধ্যেই বেশ কিছু গেট মিটিং করেছে এসএফআই।এসএফআইয়ের পেশ করা বিভিন্ন দাবি গুলি হল,,,
১) কলেজে ভর্তির ফি কমাতে হবে
২) গণতান্ত্রিক পদ্ধতিতে কলেজে
ছাত্র সংসদ নির্বাচন করতে হবে
৩) আগামী শিক্ষাবর্ষ থেকে হিন্দি, ভূগোল,এডুকেশন,সমাজবিদ্যা প্রভৃতি বিষয়ে অনার্স চালু করতে হবে
৪) লাইব্রেরীতে সিবিসিএস এর প্রয়োজনীয় বই পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে
৫) খেলার মাঠকে উপযোগী করতে হবে
৬) এবং সর্বোপরি হুগলি জেলায় বিশ্ববিদ্যালয় দাবিকে কার্যকর করতে হবে।

শুধুমাত্র গেট মিটিংয়েই থেমে থাকেনি এসএফআই।ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীদের দাবি নিয়ে কলেজে নিয়মিত পোস্টারিংও শুরু করে দিয়েছে এসএফআই। এস এফ আই যখন ছাত্র ছাত্রীদের দাবি নিয়ে বাগাটি কলেজে নিয়মিতভাবে লড়াই, আন্দোলন সংগঠিত করে চলেছে সেই সময়ে এবিভিপি ও টিএমসিপির নোংরা ক্ষমতা দখলের লড়াই কলেজ তথা সামগ্রিক শিক্ষার পরিবেশকে কলুষিত করছে। এই পরিস্থিতিতে এসএফআইয়ের এই উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।