জেলা

জলপাইগুড়িতে কৃষক জাঠা ও শহীদ স্মরণ


দীপশুভ্র সান্যাল: চিন্তন নিউজ:১৪ই ফেব্রুয়ারি:-  , সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন রাজগঞ্জ থানা কমিটির পক্ষ থেকে রবিবার  মান্তাডারী অঞ্চলের শিমুলগুড়ি- ললিতাবাড়ি- মেনঘোড়া হয়ে গেটবাজার পর্যন্ত ৬ কিলোমিটার জাঠা মিছিল সংগঠিত হয়, দিল্লীতে কৃষক আন্দোলনে সংহতির বার্তা নিয়ে।

এই সুসজ্জিত জাঠা মিছিলে তিনটি  কৃষি আইন বাতিল করবার দাবি ওঠে, কালোবাজারী মজুতদারির বিরুদ্ধে সোচ্চার হন তারা, দিল্লিতে কৃষকদের উপর কেন্দ্রীয় সরকারের অমানবিক আচরণের তীব্র ধিক্কার জানানো হয়। জাঠা মিছিল শেষে গেট বাজার হাটে হাট সভা করা হয়। বক্তারা কৃষক বিরোধী তিনি কালা আইন শুধু কৃষক নয় সাধারণ খেটে খাওয়া মানুষের কী ভাবে  সর্বনাশ করবে তা উল্লেখ করেন। দিল্লির কৃষক আন্দোলনের উপর কী ভাবে  বর্বরোচিত আক্রমণ হচ্ছে তাও তুলে ধরেন কৃষক নেতৃত্বরা। সারাভারত কৃষক সভার জেলা সভাপতি প্রাণগোপাল ভাওয়াল, কৃষক নেতা খরেন্দ্র নাথ রায়,তপন গাঙ্গুলী প্রমুখ।

জলপাইগুড়ি শহরের কাছে ঝাঁ বাড়ি মোড়ে  পুলওয়ামায় নিহত ৪০ জন বীর শহীদ  সেনাদের ও সর্বনাশা তিনটি কৃষি আইন প্রত্যাহারের আন্দোলনরত ৭০জন কৃষক শহীদদের  শ্রদ্ধা নিবেদন করলো সারা ভারত কৃষক সভা সাথে শ্রমিক যুব ছাত্র সংগঠন যুক্ত হয়।

বর্ষীয়ান কৃষক নেতা জিতেন দাস, কৃষক নেতা তপন গাঙ্গুলী, আজম আলী আব্বাস, শ্রমিক নেতা সুদীপ চক্রবর্তী ছাত্র নেতা শুভম ঠাকুর যুব নেতা সুরাজ দাস প্রমুখ শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মোমবাতি প্রজ্বলন করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।