জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৭/৫/২৩ – কমরেড তরুণ রায়ের(ভুতি) স্মরণ সভা হলো পূর্ব বর্ধমান জেলা কৃষক সভা কার্যালয়ে।
পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আজ পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির জেলা সহ-সভাপতি, শ্রমিক নেতা তথা গণ আন্দোলনের অন্যতম নেতা তরুণ রায়( ভুতি) এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। গত ২৬ শে ফেব্রুয়ারি ২০২৩ সকাল সাতটা নাগাদ মাত্র ৬১ বছর বয়সে তরুণ রায় আকস্মিকভাবে প্রয়াত হন। প্রতিকৃতিতে মাল্যদান
করেন জেলা সম্পাদক অরিন্দম মৌলিক, সভাপতি তরুণ ভৌমিক, রাজ্য নেতৃত্ব সুদীপ্ত বাগচী, মহাব্রত কুন্ডু, সমিতির জেলা কমিটির অন্যান্য সদস্যগণ, এবং বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে নজরুল ইসলাম, সুপর্ণা ব্যানার্জি, অনির্বাণ রায় চৌধুরী এবং প্রয়াত তরুণ রায়ের ভগিনী ও মহিলানেত্রী শ্রাবণী মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই স্মরণ সভায় শোক প্রস্তাব পাঠ করেন বস্তি উন্নয়ন সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি তরুণ ভৌমিক। সাঁওতালি ভাষায় সঙ্গীত পরিবেশন করেন মালতি মুর্মু। স্মৃতিচারণা করেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অরিন্দম মৌলিক, রাজ্য নেতৃত্ব সুদীপ্ত বাগচী, অবিভক্ত বর্ধমান জেলার প্রাক্তন সম্পাদক মহাব্রত কুন্ডু । উপস্থিত ছিলেন গণআন্দোলনের অন্যতম নেতা বিশিষ্ট শিক্ষাবিদ অরিন্দম কোঙার।

সি,পি,আই,(এম ) মঙ্গলকোট এরিয়া কমিটির ডাকে কৈচর এরিয়া কমিটির কার্যালয় প্রাঙ্গণে ১০টি অঞ্চল নির্বাচনী কমিটির সদস্য সহ বুথ টিম সদস্যদের নিয়ে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হলো। সভা পরিচালনা করেন শাহজাহান চৌধুরী। নির্বাচনে করণীয় কাজ সম্পর্কে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য দুর্যোধন সর। বর্তমান দেশ ও রাজ্যের পরিস্থিতি ও আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের করণীয় কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রাজ্য কমিটির সদস্য অচিন্ত্য মল্লিক।

নির্বাচনী কর্মীসভা শেষে কৈচর বাজার এলাকায় মিছিল সংগঠিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।