চিন্তন নিউজঃ- সুপর্না রায়ঃ-হুগলী জেলা থেকে পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নির্বাচিত হলেন কমরেড দেবব্রত ঘোষ।
জয়দেব ঘোষঃ– নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃত্ব রাধেশ্যাম দাস এর সুযোগ্য কন্যা সায়নী দাসের এশিয়া মহাদেশের প্রথম সাঁতারু হিসেবে মালোকোই চ্যানেল অতিক্রম করার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবিপিটিএ’র সাধারণ সম্পাদক, মোহনদাস পন্ডিত ও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকল সদস্য গন।
আজ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলা কমিটির ডাকে আজ কোন্নগরে নির্যাতিতা একাদশ শ্রেণির ছাত্রীর উপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ডেপুটেশন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এবিটিএর জেলা সম্পাদক গৌতম সরকার, এবিপিটিয়ের জেলা সম্পাদক কমল মল্লিক, ওয়েবকুটা হুগলি জেলা সাউথের সম্পাদক সুব্রত চ্যাটার্জী, ওয়েবকুটা উত্তর হুগলি জেলা নেতৃত্ব জয়তী চক্রবর্তী, এবিটিএর হুগলি জেলা সভাপতি দিলীপ কুমার মুখোপাধ্যায়, এবিপিটিয়ে কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্যা ও হুগলি জেলা সহ-সভাপতি মানসী চক্রবর্তী,সেখ হবিবুর রহমান,জয়ন্ত কুমার দে, নরেন দে, সোমনাথ চক্রবর্তী, ১২ ই জুলাই কমিটি হুগলি জেলা যুগ্ম আহ্বায়ক রামপ্রসাদ হালদার, এবিটিয়ে জেলা নেতৃত্ব প্রিয়রঞ্জন ঘটক, এবিপিটিএ হুগলি জেলা সহ-সম্পাদক জয়দেব ঘোষ সহ নেতৃত্ব। থানা ডেপুটেশনে অংশগ্রহণ করেন গৌতম সরকার, কমল মল্লিক, দিলীপ মুখোপাধ্যায়, মানসী চক্রবর্তীসহ গঠিত প্রতিনিধি দল।
সুপর্ণা রায়–সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বৈদ্যবাটি আঞ্চলিক কমিটির উদ্যোগে গণধর্ষণ ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে পোস্টারিং চলছে ।