জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৮ ই ফেব্রুয়ারি – আজ জেলা জুড়ে বিভিন্ন জায়গায় রেল অবরোধ কর্মসূচি পালিত হলো। সারা ভারত কৃষক সভা এবং ছাত্র- যুব কালনা শহর- ১ ও ২ আঞ্চলিক কমিটির উদ্যোগে বাঘনাপাড়া স্টেশনে রেল অবরোধ হয়। গুসকরা পূর্ব, পশ্চিম ও ভাতার ২ বি কে সি র সাহেবগঞ্জ ২ অঞ্চলে নওদা স্টেশনে রেল অবরোধ করা হয়।

গলসী ২ এরিয়া কমিটির খানা জংশনে রেল রোকো কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার, কৃষক সভার পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেন, সইদুল হক, ও অন্যন্য নেতৃত্ব। আজ বর্ধমান সদর ১ এর ক্ষেতিয়ায় রেল অবরোধ হয়।

আজ বিকালে কুসুমগ্রাম বাজারে সিপিআইএম, মন্তেশ্বর ও মেমারী ২ এরিয়া কমিটির উদ্যোগে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, গনতন্ত্র পুনরূদ্ধারের দাবিতে, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন সিপিআই(এম) পলিট বুরো সদস্য মহম্মদ সেলিম ও জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তাপস চ্যাটার্জি ।সভাপতিত্ব করেন চৌধুরী মহঃ হেদায়েত্তুলাহ ।এছাড়াও উপস্থিত মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার ও মেমারী২ এরিয়া কমিটির সম্পাদক অশেষ কোনার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।